৩০ বছর কেটে গেলেও দিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অব গডের স্মৃতি এখনও ফুটবলপ্রেমীদের মনে তরতাজা। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পথে আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারডোনার হাত দিয়ে করা সেই গোল ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছে। আর রোববার ৩০ বছরের পুরোনো সেই স্মৃতি ফিরিয়ে আনলেন ম্যারাডোনার প্রেমিকা। ম্যারাডোনার বর্তমান প্রেমিকার নাম রোচিও ওলিভা। ২৬ বছরের এই তরুণী ফুটবলও খেলেন। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের ক্লাব এক্সকারসিওনিস্তাসে নাম লিখিয়েছেন তিনি। রোববার ক্যামিওনেরোসের বিপক্ষে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন তিনি। তবে সেই গোলটা করেছেন হাত দিয়ে। বলটা কোনোভাবেই জালে পাঠানো সম্ভব না দেখে শেষ পর্যন্ত নিজের হাতের সাহায্যই নিলেন তিনি। তার দলও জিতেছে ৩-০ গোলের ব্যবধানে। প্রতিপক্ষ ম্যাচ হেরে যতোটা না ব্যথিত তার চেয়ে বেশি ক্ষিপ্ত হাত দিয়ে করা এই গোলে। সবচেয়ে বেশি ক্ষেপেছেন ক্যামিওনেরোসের কোচ ফেডরিকো মালদোনাদো, এটা পরিস্কার হ্যান্ডবল ছিলো। আমরা সবাই দেখেছি। এই গোলের প্রসঙ্গে জানতে চাইলে ওলিভা তার প্রেমিকের মতোই এড়িয়ে গেলেন পুরো বিষয়টা। বেশ হাস্যরসের সাথে উত্তর দিলেন, বলটা প্রথমদিকে জালে জড়াচ্ছিলো না। কিন্তু এরপর কিভাবে যেন গোল হয়ে গেল। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ম্যারাডোনার সাথে ওলিভার রসায়নটা বেশ ভালোই জমেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে দুজনই তার জানান দিচ্ছেন প্রতিনিয়ত। এছাড়া আরো একটা জায়গায় দুজনের সাদৃশ্য থাকলো। দুজনই হাত দিয়ে গোল করেছেন। সূত্র: গোল ডটকম আর/১০:১৪/০১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pAVVXv
May 02, 2017 at 04:57AM
01 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top