রাজগঞ্জ, ৮ মেঃ চিতা বাঘের চামড়া ও হাড় সহ ৯ জনকে গ্রেফতার করল বৈকুন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জ অফিসের কর্মীরা। ধৃতদের কাছ থেকে পাচারের কাজে ব্যবহৃত একটি চার চাকার মালবাহী গাড়ি আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে ২ জনের বাড়ি অসম, ১ জন ভুটান, ৩ জন জলপাইগুড়ি এবং ৩ জন আলিপুরদুয়ারের বাসিন্দা।
গোপন সুত্রে খবর ছিল বেশ কয়েকজনের একটি দল বন্য জন্তুর দেহাংশ বাইরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এই খবরের সুত্র ধরে জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের বারোভিসায় অভিযান চালানো হয়। ক্রেতা সেজে ওই পাচারকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়। পাচারকারীরা ফাঁদে পা দিয়ে ধরা পড়ে যায়। বেশকিছুদিন ধরেই উত্তরবঙ্গে বন্যপ্রাণী নিধন ও দেহাংশ পাচারের বাড়বাড়ন্ত শুরু হওয়ায় নড়েচড়ে বসে বন বিভাগের আধিকারিকরা।
সূত্রের খবর, দেহাংশগুলি পাচারের উদ্দেশ্যে নেপাল-ভূটান হয়ে নিয়ে যাওয়া হচ্ছিল চিনে। যোগাযোগ রয়েছে আন্তর্জাতিক পাচারকারীদের সঙ্গে। ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2qRPtcX
May 08, 2017 at 02:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন