ঢাকা, ২৭ মে- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, জুলাইয়ে হাই পারফর্ম্যান্স (এইচপি) টিমকে পাকিস্তানে খেলতে পাঠানো হবে না। শ্রীলঙ্কা সফরের সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে কথা হয়েছিল বিসিবি সভাপতির। তখন বাংলাদেশ থেকে এইচপি টিম পাঠানোর কথা শোনা যায়। কিন্তু পাপন শনিবার বললেন, জাতীয় দলের তো প্রশ্নই ওঠে না। অনূর্ধ্ব-১৯ কিংবা এইচপি টিম পাঠানোর কথা ছিল। কিন্তু ওরা এখন যে ঘোষণা দিয়েছে তাতে আমরা আর আলোচনা করছি না। পাকিস্তান জাতীয় দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু তারা জানিয়েছে বাংলাদেশে এসে খেলতে রাজি না। কোনও নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় তারা। পাকিস্তানের এমন সিদ্ধান্তে মূলত বিসিবিও বেঁকে বসেছে। বাংলাদেশের বদলে যাওয়া ক্রিকেটে আস্থা রাখছেন বিসিবি সভাপতি। তার আশা অচিরেই র্যাঙ্কিংয়ে পাঁচে পৌঁছাবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেটের শক্তি বেড়ে যাওয়ার পেছনের কারণ নিয়ে তিনি বলেন, আমরা একটা সময় তিন-চারজন ক্রিকেটারের ওপর নির্ভর করতাম। কিন্তু এখন দেখেন আমাদের দলে কত ম্যাচ উইনার। সাকিব-তামিম-মাশরাফি-মুশফিক-মাহমুদউল্লাহদের পরে যারা এসেছেন তারাও দুর্দান্ত। আর/১০:১৪/২৭ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rsjHqB
May 28, 2017 at 05:27AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন