আফগানিস্তানের মাদ্রাসায় বিস্ফোরণ

কাবুল, ৯ মেঃ ফের বিস্ফোরণ আফগানিস্তানে। এবার ঘটনাস্থল উত্তর আফগানিস্তানের পারওয়ান প্রদেশের একটি মাদ্রাসা। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে ওই মাদ্রাসার ৪ পড়ুয়া।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মাওয়ালাভি আবদুল রহিম হানাফি। পারওয়ান ক্লারিক্যাল কাউন্সিলের প্রধান ছিলেন হানাফি। মঙ্গলবার সকালে মাদ্রাসার ভিতর বোমা বিস্ফোরণের ফলেই তাঁর মৃত্যু হয়েছে। তবে মাদ্রাসার ভিতর কিভাবে বোমা এল তা এখনও স্পষ্ট নয়।

পারওয়ান প্রদেশের ডেপুটি গভর্নর শাহ ওয়ালি শাহিদ জানান, এই বিস্ফোরণের সঙ্গে জঙ্গিযোগের সম্ভাবনা রয়েছে। ‘জঙ্গি হামলার কায়দায়’ বিস্ফোরণটি ঘটানো হয়েছিল এবং হানাফিকে নিশানা করা হয়েছিল বলেও দাবি জানিয়েছেন তিনি। তবে কে, কেন হানাফিকে নিশানা করল সে ব্যাপারে কিছু জানাননি শাহিদ। কোনো জঙ্গি গোষ্ঠীও এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



from Uttarbanga Sambad http://ift.tt/2q069kj

May 09, 2017 at 07:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top