লন্ডন, ২৬ মে- দুজন দুই ভুবনের তারকা। গ্রহের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো। পর্তুগাল জাতীয় দল ও ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন তিনি। তিনবার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন ৩২ বছর বয়সী এই পর্তুগিজ। রোনালদোর দারুণ ভক্ত ক্রিকেটের বাংলাদেশি তারকা তামিম ইকবাল। বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার সমর্থক রিয়াল মাদ্রিদেরও। আর সেই দল উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। ইউরোপের ফুবলের সর্বোচ্চ আসরটির ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। ভেন্যু- কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়াম। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এই মুহূর্তে তামিম ইকবাল রয়েছেন ইংল্যান্ডে। আর ফাইনালে রিয়াল খেলবে একই দেশে। সুযোগটা তাই মিস করতে চান না তামিম। প্রিয় দল রিয়াল আর প্রিয় তারকা রোনালদোর খেলা তিনি দেখবেন মাঠে বসেই। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ জুন। ওই দিন বাংলাদেশের কোনো ম্যাচ নেই। বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে একদিনের ছুটি নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা মাঠে বসেই উপভোগ করবেন তামিম। ১ জুন বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। টাইগারদের পরবর্তী ম্যাচ ৫ জুন, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামের একেবারে সামনে সারির টিকিট কিনেছেন তামিম। তাই টিকিটের মূল্যটাও দিতে হয়েছে বেশি। ইউরোর হিসাবে ২ হাজার ৭০০। বাংলাদেশি মুদ্রায় আড়াই লাখ টাকা। অর্থের পরিমাণ বিষয় নয়, স্বপ্ন পূরণই বড় কথা তামিমের কাছে। বাংলাদেশ দলের ওপেনারের ভাষায়, সুযোগ তো সবসময় আসে না। মাঠে বসে রোনালদোর খেলা উপভোগ করব, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। স্বপ্ন পূরণ হতে চলেছে। সুযোগ কাজে লাগাতে চাই। ফাইনালটা দেখব বলে কোচের কাছে এক দিনের ছুটি চেয়েছিলাম। কোচ আমাকে ছুটি দিয়েছেন। আর/১৭:১৪/২৬ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qj7Yuc
May 27, 2017 at 12:47AM
26 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top