ঢাকা, ২৯ মে- বরাবরই এ দল নিয়ে অনেক পরিকল্পনার কথা বলা হয়। কিন্তু বেশিরভাগ পরিকল্পনাই অন্ধকারে পড়ে থাকে। এ দলের তেমন সফর বা ম্যাচ খেলা হয় না। এ দলের ক্যাম্পও করতে দেখা যায় না। সেই ২০১৫ সালে তিনটি সফর করার পর এ দলের আর কোনো কার্যক্রমই দেখা যায়নি। অবশেষে সফর পাচ্ছে বাংলাদেশ এ দল। খুব দ্রুতই নতুন করে এ দল গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। নতুন করে গঠন করা এ দলের প্রথম সফর হবে অস্ট্রেলিয়া। সফরটি হবে আগামী জুলাইয়ে। তবে শুধু অস্ট্রেলিয়া সফরই নয়, আরো কিছু সফর আয়োজনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সুজন। এ দল নিয়ে অনেক পরিকল্পনা হচ্ছে জানিয়ে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, বাংলাদেশ এ দলের বিদেশ সফর নিয়ে অনেক প্ল্যানিং হচ্ছে। হাই পারফরম্যান্সের (এইচপি) অধীনেই এ টিম হবে। ন্যাশনাল টিমের কিছু প্লেয়ারও আসবে। আমাদের অস্ট্রেলিয়া ট্যুর আছে জুলাইয়ে। আরও কয়েকটি ট্যুর আয়োজনের চেষ্টা চলছে। আমরা চাই এ টিমকে সবসময়ই খেলাতে। এ দলকে সব সময় খেলানোর ইচ্ছা থাকলেও সেটা করে দেখাতে পারেনি বিসিবি। ২০১৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরের পর এ দলের কোনো কার্যক্রম দেখা যায়নি। তবে এ দলের গুরুত্ব নতুন করে বুঝতে শুরু করেছে বিসিবি। যে কারণে সুজন বলছেন, এ দলের হয়ে বিদেশি দলের বিপক্ষে খেলে প্রস্তুত থাকা ক্রিকেটারই জাতীয় দলে অন্য কারও আদর্শ বিকল্প হতে পারে। জাতীয় দলে ক্রিকেটার দরকার হলে এ দল থেকেই নেয়ার কথা বলছেন সুজন। এ ব্যাপারে তার ব্যাখ্যা এমন, হঠাৎ ক্রিকেটার প্রয়োজন হলে এখান থেকে নেয়া যায়। আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেট আকাশ-পাতাল ব্যবধান। কেউ যদি ঘরোয়া লিগে ৬০০ রানও করে আন্তর্জাতিক ম্যাচে তার রান করা কঠিন হবে। এই ভুলটা আমরা সবসময়ই করি। এই ব্যবধানটা কমিয়ে আনার জন্য এ টিম দরকার। ২৪ জন ক্রিকেটার নিয়ে জুনে শুরু হবে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্প। এইচপির ক্যাম্প থেকে বেশিকিছু ক্রিকেটারকে সুযোগ দেয়া হবে এ দলে। এছাড়া জাতীয় দল থেকে বাদ পড়া ও ঘরোয়া ক্রিকেটে ভালো করা ক্রিকেটারদের এ দলের জন্য বিবেচনা করা হবে জানালেন খালেদ মাহমুদ সুজন। নতুন দল গঠনের পর এ দলকে দিয়ে নিয়মিত খেলানো হবেও বলে জানিয়েন তিনি।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rbfjci
May 29, 2017 at 04:34PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন