লন্ডন, ৩০ মে- আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে অধিনায়ক মাশরাফিকে বিশ্রাম দিলো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। একদিন বিরতি দিয়েই মূল লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। লন্ডনের এই কেনিংটন ওভালেই উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এ কারণে আজ প্রস্তুতি ম্যাচ নিয়ে এতটা আগ্রহ নেই বাংলাদেশের। মাশরাফি কেন আজ প্রস্তুতি ম্যাচে নেই সে কথা টসের সময়ই জানিয়েছেন সাকিব আল হাসান। তিনি বলেন, একদিন পরই আমাদের মূল ম্যাচ। এ কারণে কয়েকজন মূল খেলোয়াড়কে আজ প্রস্তুতি ম্যাচের বাইরে রাখা হচ্ছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রায় এক মাস আগেই ইংল্যান্ড চলে গিয়েছিল বাংলাদেশ। সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে আয়ারল্যান্ডে গ্রিয়েছে ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য। সেখানে স্বাগতিক আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে তিন ম্যাচ। জিতেছে দুটিতে। এর বাইরে একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলা হয়েছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে ওই প্রস্তুতি ম্যাচে তামিম ইকবালের সেঞ্চুরির ওপর ভর করে ৩৪১ রানের পাহাড় গড়েছিল টাইগাররা; কিন্তু শেষ দিকে এসে হঠাৎ ২ উইকেটে হেরে বসে বাংলাদেশ। প্রথম প্রস্তুতি ম্যাচে মোস্তাফিজকে খেলায়নি টিম বাংলাদেশ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে দলে ফেরানো হয়েছে তাকে। খেলছেন রুবেল, তাসকিন, মাহমুদউল্লাহ, মুশফিক, মোসাদ্দেক, সাব্বির, সৌম্য, ইমরুল- সবাই। শুধু নেই মাশরাফি। তাকেই কেবল দেয়া হয়েছে বিশ্রাম। বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহীম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান রুম্মন, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম ও তাসকিন আহমেদ। ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, কেদার যাদব, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, হার্দিক পান্ডিয়া, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, উমেশ যাদব ও যুবরাজ সিং। আর/১৭:১৪/৩০ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2shaAFg
May 31, 2017 at 12:29AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন