বিনা অনুমতিতে কাশ্মীরে চলছে সৌদি ও পাক চ্যানেল, বন্ধ করার নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, ৫ মেঃ বিনা অনুমতিতে সৌদি আরব ও পাকিস্তানের বেশ কয়েকটি টিভি চ্যানেল দেখানো হচ্ছে জম্মু ও কাশ্মীরে। এই চ্যানেলগুলির সম্প্রচার দ্রুত বন্ধ করতে এবং শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুক্রবার কেন্দ্র এবিষয়ে মেহবুবা মুফতির সরকারকে নির্দেশ দেয়।

রিপোর্ট অনুযায়ী, বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের নিষিদ্ধ চ্যানেল পিস টিভি সহ আরও ৫০টি সৌদি আরব ও পাকিস্তানের প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে সম্প্রচার করা হচ্ছে কাশ্মীরে৷ যেগুলোর মাধ্যমে চালানো হচ্ছে ভারত বিরোধী প্রচার৷

এবিষয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কথা বলেছেন রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে। অবিলম্বে ওইসব বিদেশি চ্যানেলের বেআইনি সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। নির্দেশ অনুযায়ী চ্যানেলগুলি বন্ধ করা হয়েছে কিনা সেবিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন বেঙ্কাইয়া নাইডু৷

এদিন বেঙ্কাইয়ার মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর জানান, বেআইনিভাবে বিদেশি চ্যানেলের সম্প্রচার করার অভিযোগে সংশ্লিষ্ট কেবল অপারেটরদের যন্ত্রপাতি বাজেয়াপ্ত করার ক্ষমতা রয়েছে রাজ্য সরকারের।

তিনি আরও জানান, বেআইনীভাবে কোনও চ্যানেল সম্প্রচার করা হচ্ছে কিনা তার উপর নজরদারি রাখার দায়িত্ব স্থানীয় প্রশাসনের৷ দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার ক্ষমতাও রয়েছে তাদের ৷

 



from Uttarbanga Sambad http://ift.tt/2pQtGnU

May 06, 2017 at 02:11PM
06 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top