শিলিগুড়ি, ২৮ মেঃ এবার থেকে সহজ হবে টয়ট্রেনে সওয়ার করা। টয়ট্রেনে যেতে হলে কোনো নির্দিষ্ট দিনের জন্য আর অপেক্ষা করতে হবেনা। আজ থেকে চালু হল শিলিগুড়ি থেকে প্রতিদিন টয়ট্রেন। আজ যাত্রী ছিল মাত্র ৭ জন। ৫ জন এনজেপি থেকে এবং ২ জন শিলিগুড়ি জংশন থেকে উঠেছেন।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এরিয়া অফিসার নরেন্দ্র মোহন জানান, ‘প্রতিদিন টয়ট্রেন যাওয়ার কথা সেভাবে প্রচার করা হয়নি বলে হয়তো আজ ভিড় কম হয়েছে।’ তবে আগামীতে আরও ভিড় হবে বলে আশাবাদী তিনি।
অনেকের মতে আবার, ভাড়া বৃদ্ধির কারনে হয়তো ভিড় বেশি হয়নি। আগে ভাড়া ছিল ৩৬০ টাকা। এখন বেড়ে হয়েছে ১২৮৫ টাকা। উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে টয়ট্রেনের নতুন ভাড়া।
বাগডোগরায় সেনাকর্মী ওয়াইএস চৌহান বলেন, ‘টয়ট্রেনে বেশি ভাড়া দিয়ে চড়তে কোনো অসুবিধা হবে না বিদেশী পর্যটকদের। কিন্তু স্থানীয় মানুষদের এই বর্ধিত ভাড়া দিতে খানিকটা বেগ পেতে হতে পারে। ভাড়া একটু কম হলে হয়তো যাত্রী সংখ্যা বেশি হতেও পারে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2s9M1tM
May 28, 2017 at 01:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন