পথ দূর্ঘটনায় মৃত ১, আহত ৪

বাগডোগরা, ১ মেঃ ৩১ সি জাতীয় সড়কে বাগডোগরা থানার অধীনস্থ কেষ্টপুরের কাছে একটি বোলেরো গাড়ি ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি ডাম্পারকে। গুরুতর আহত সেই গাড়িতে উপস্থিত ৪ যাত্রী। মৃত্যু হয় ১ জনের।

জানা গিয়েছে, রবিবার রাত ১১.৩০ মিনিট নাগাদ গাড়িটি শিলিগুড়ি থেকে নকশালবাড়িতে কোনো বিয়েবাড়ি থেকে ফিরছিল।

পুলিশ সূত্রের খবর, আহতরা প্রত্যেকেই ছিল মদ্যপ। আহতরা বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিত্সাধীন। তবে এখনও কারোর পরিচয় জানা যায়নি। বাগডোগরা থানার পুলিশ আহতদের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা করছে। তদন্তে বাগডোগরা থানার পুলিশ।



from Uttarbanga Sambad http://ift.tt/2qjUspd

May 01, 2017 at 12:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top