গোরক্ষার নামে এবার তাণ্ডব ভূবনেশ্বরে, গ্রেফতার বজরং দলের দুই সমর্থক

ভূবনেশ্বর, ২৮ মেঃ উত্তরপ্রদেশ, রাজস্থানের পর এবার গোরক্ষার নামে তাণ্ডব হল ভূবনেশ্বরে। বুধবার রাতে ভূবনেশ্বর স্টেশনে ট্রেন থেকে নামিয়ে দুই ব্যক্তিকে বেধড়ক মার দিল ট্রেনের অন্যান্য যাত্রীরা। ডেয়ারি ফার্মে গোরু নিয়ে যাচ্ছিল তারা। ওই ব্যক্তিদের সঙ্গে থাকা ২০টি গোরুকেও নামানো হয়। ওই ব্যক্তিদের বাঁচাতে গিয়ে রীতিমতো আক্রান্ত হতে হয় রেলকর্মীদেরও।

স্টেশনে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছে শিবানন্দ পান্ডা ও সুদর্শন পান্ডা নামে বজরং দলের দুই সদস্যকে।

উল্লেখ্য, বুধবার রাতে ভূবনেশ্বর স্টেশনে কচুভেলি-গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস এসে দাঁড়ালে, ট্রেন থেকে দুই ব্যক্তিকে টেনে নামায় শিবানন্দ এবং সুদর্শন। পরে বজরং দল ও হিন্দুরক্ষা সংগঠনের আরও ২৫ সদস্য তাদের সঙ্গ দেয়। দাবি, ওই দুই ব্যক্তি গরু পাচার করতে গোরু নিয়ে যাচ্ছে। আক্রান্ত দুই ব্যক্তিকে চিকিত্সার জন্য ভূবনেশ্বরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্টেশন মাস্টার জানান, গোরুগুলি আইন মেনে বৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছিল ডেয়ারি ফার্মে। পরে ২০টি গোরু সহ আক্রান্ত ওই দুই ব্যক্তি বিমল যাদব এবং পুণে সিংহকে নিরাপত্তার জন্য ছজন পুলিশকর্মী সঙ্গে দিয়ে পুরী-গুয়াহাটি কামাখ্যা এক্সপ্রেসে তুলে দেওয়া হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qw0dwb

May 28, 2017 at 04:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top