নেপোলিয়নের পর ম্যাক্রঁই সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট

প্যারিস, ৮ মেঃ নেপোলিয়ন বোনাপার্টের পর ইমানুয়েল ম্যাক্রঁ। ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট তিনিই। বয়স মাত্র ৩৯। চরম দক্ষিণপন্থী লি পেনকে দ্বিতীয় ও চূড়ান্ত রাউন্ডে তিনি হারানোর পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ইউরোপীয়ান ইউনিয়নের নেতারাও। অভিবাসন বিরোধী কট্টরপন্থী বলে পরিচিত লি পেনকে হারিয়ে ম্যাক্রঁ বলেন, যে বিভাজন আমাদের দুনিয়ার সামনে হারিয়ে দেয় তার বিরুদ্ধে আমার সর্বশক্তি দিয়ে লড়াই করব।

প্রেসিডেন্ট হিসাবে ম্যাক্রঁ নির্বাচিত হওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের বিদায়ী প্রেসিডেন্ট ওলাদেঁ। অভিনন্দন-বার্তা এসেছে জার্মানির চ্যান্সেলার অ্যাঞ্জেলা মর্কেলের কাছ থেকেও। প্রসঙ্গত ব্রেক্সিটের পর ব্রিটেনের বেরিয়ে যাওয়া এবং এবং মার্কিন প্রেসিডেন্ট হিসাবে অভিবাসন বিরোধী ডোনাল্ড ট্রাম্পের জয় সংকটে ফেলেছে ইউরোপীয়ান ইউনিয়নকে। সেই সংকট আরও বাড়ত অভিবাসন বিরোধী লি পেন ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে। সেই জায়গায় ইউরোপীয়ান ইউনিয়নে ফ্রান্সের থাকার পক্ষপাতী ম্যাক্রঁ জেতায় অনেকটাই স্বস্তি পেলেন ইইউ-এর নেতারা।



from Uttarbanga Sambad http://ift.tt/2pV8KvO

May 08, 2017 at 10:13AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top