লন্ডন, ০৭ মে- স্বাগতিক ইংল্যান্ডের পাশাপাশি অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লড়বে বাংলাদেশ। দুই গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ এখানে। বাংলাদেশের লক্ষ্য অবশ্য প্রথম ম্যাচটি। সেখানে ভালো করতে পারলেই, পরবর্তী সুযোগগুলো কাজে লাগানোর জায়গা থাকবে মাশরাফি বিন মুর্তজাদের। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দলের লক্ষ্য জানাতে গিয়ে এমনটা বললেন অধিনায়ক। তিনটি দলই কঠিন প্রতিপক্ষ। সেখানে আলাদা করে কারোর বিপক্ষে নিশ্চিত জয় পাওয়ার সুযোগ নেই। মাশরাফির মতে, প্রত্যেক দল তাদের সেরা স্কোয়াড ঘোষণা করেছে। সব ব্যাটসম্যান-বোলার ফর্মে আছে। সঙ্গে প্রতিকূল আবহাওয়া তো রয়েছেই। মাশরাফি বলেন, লক্ষ্য হচ্ছে তিনটি ম্যাচেই নিজেদের সেরাটা দেওয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ওই তিন দলের সবগুলোই নিজেদের সেরা স্কোয়াড ঘোষণা করেছে। প্রত্যেক দলেই ব্যাটসম্যান ও বোলারদের প্রায় সবাই ফর্মে আছে। আর আবহাওয়া ও কন্ডিশন যেমন দেখে এসেছি, তাতে করে নির্দিষ্ট কোনো দলকে লক্ষ্যবস্তু বানানোর কোনো সুযোগ নেই। হয়তো অনেকেই চিন্তা করবে যে নিউজিল্যান্ড তুলনামূলক সহজ প্রতিপক্ষ। কিন্তু এ ধরনের টুর্নামেন্টে ওরা সাধারণত সেরা চার দলের মধ্যে থাকে। গত বিশ্বকাপেও ওরা ফাইনাল খেলেছে। সেই হিসাবে নিউজিল্যান্ড সম্ভবত তিন দলের মধ্যে সবচেয়ে শক্ত প্রতিপক্ষ। তাই লক্ষ্যবস্তু ঠিক করা কঠিন। বাজে অতীত রয়েছে বাংলাদেশের। অনেক ক্লোজ ম্যাচ ছেড়ে ভুগতে হয়েছে হতাশায়। ২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে এক রানের হার কিংবা গেল বছর ইংল্যান্ডের বিপক্ষে জিততে জিততে হেরে যাওয়া। সবকিছু মিলিয়ে সুযোগ হাতছাড়া না করার ব্যাপারে সতর্ক দলের অধিনায়ক। বললেন, প্রথম ম্যাচ থেকেই আমাদের ভালো খেলতে হবে। যদি ভালো খেলতে পারি, তাহলে অবশ্যই সুযোগ তৈরি হবে। তবে একটা জায়গায় একটু দুশ্চিন্তা রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ওই এক রানের পর থেকে আরও কয়েকটি ম্যাচ আমরা জিততে জিততেও হেরে গেছি। এটা নিয়েই আমার দুশ্চিন্তা। আমি চাইবো, সুযোগ তৈরি হলে যেন সেই সুযোগ হাতছাড়া না হয়। অন্য সবকিছুর চেয়ে এটা নিয়েই আমার ভাবনা বেশি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের প্রস্তুতির সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আয়ারল্যান্ড ও ট্রফিতে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। তারপর ইংল্যান্ডে ফিরে শুরু করবে মূল মিশন। আর/১৭:১৪/০৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pUkNrk
May 08, 2017 at 12:12AM
07 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top