লন্ডন, ৩১ মে- বুধবার বাংলাদেশইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ম্যাচটি হবে ওভাল ক্রিকেট গ্রাউন্ডে। কেনিংটনের ওভালে অবস্থিত কাউন্টি দল সারের নিজস্ব মাঠ এটি। এর দর্শক ধারণ ক্ষমতা ২৪ হাজার ৫০০। এ ম্যাচের সব টিকিট ইতিমধ্যে শেষ হয়ে গেছে। বাংলাদেশের ম্যাচ হলে লন্ডন ও এর আশেপাশের শহরগুলোতে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে সাধারণত সাড়া পড়ে যায়। স্বাভাবিক কারণে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ নিয়েও প্রচুর আগ্রহ তাদের মধ্যে। ব্রিটিশ দর্শকদের পাশাপাশি গ্যালারিতে বড় ধরনের উপস্থতিতি থাকবে বাংলাদেশি বংশোদ্ভূতদেরও। তারা ম্যাচটা উপভোগ করার অপেক্ষায়। তবে মধুর একটা সমসাও আছে অনেকের। যারা ইতিমধ্যে অথবা অনেক আগেই ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেছেন তারা পড়েছেন উভয় সংকটে। যারা ইংল্যান্ডে অস্থায়ীভাবে বসবাস করছেন, এখানে পড়াশোনা করতে এসেছেন তাদের কোনো সমস্যা নেই। প্রাণ খুলে গলা ফাটাবেন গ্যালারিতে। কিন্তু যারা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, তাদের হাতে কোন দেশের পতাকা থাকবে? তারা কি মোস্তাফিজ, সাকিবদের জন্য চিৎকার করবেন, নাকি মরগানদের উৎসাহ যোগাবেন? এটা তাদের জন্য মধুর উভয় সংকটই। একদিনে নাড়ির টান, মায়ের দেশ। অন্যদিকে বাস্তবতা। শত হলেও তারা এখন এই দেশের নাগরিক। রাষ্ট্রের সব নাগরিক সুযোগ সুবিধে ভোগ করছেন। সেই দেশের পতাকা ফেলে অন্য দলকে সমর্থন দেয়া তাদের জন্য বিব্রতকরই। এতকিছুর পরেও কালকের ম্যাচে মাশরাফিদের সমর্থন যোগাবেন অনেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ। মঈনুল, রহমান, ইফাদ নামের তিন তরুণের সঙ্গে দেখা হলো ওভালে স্টেডিয়ামের গেটে। তারা এই দেশের নাগরিক। তা সত্ত্বেও এদের সমর্থন থাকবে বাংলাদেশের প্রতি। মঈনুল বললেন, আমরা ব্রিটেনকে ভালোবাসি। বাংলাদেশকেও ভালোবাসি। দুই দেশেরই মঙ্গল চাই আমরা। তবে মাঠে আমরা সাকিব-মোস্তাফিজদেরই সমর্থন দেব। এবং সেটা দেব মার্জিতভাবে। আমরা টিকিট কিনেছি। ম্যাচটার জন্য আমরা অপেক্ষায় আছি। তবে রাবিদ হায়দার নামের আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক জানালেন, খেলা দেখতে আসবেন, তবে মাঠে গিয়ে নীরব থাকবেন। আসলে ব্যাপারটা আমাদের জন্য উভয় সংকট। আমরা এই দেশের নাগরিক। বাংলাদেশের পতাকা নিয়ে যাওয়া ঠিক হবে না। ব্যাপরটা দৃষ্টি দেয়ায়। দুই দলের প্রতিই আমার সমর্থন থাকবে। উভয় দলই আমার কাছে প্রিয়। যে জিতে জিতুক। কালকের ম্যাচে গ্যালারিতে কোন দলের পতাকা বেশি থাকবে? নিশ্চয় ইংল্যান্ডের। তবে বাংলাদেশের পতকার সংখ্যাও কম থাকবে না। আর/১০:১৪/৩১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qGvAUM
June 01, 2017 at 05:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top