নিজস্ব প্রতিবেদক:
অবশেষে পূরণ হচ্ছে সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি। সিলেট হচ্ছে মেডিকেল বিশ্ববিদ্যালয়। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নামের এই বিশ্ববিদ্যালয় নির্মীত হবে সিলেটের দক্ষিণ সুরমায়। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর পর এটি হবে দেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে।
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রনালয়ের সভাকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ঘোষণা কার্যকরের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
এসময় অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বলেন- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে সিলেটে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী এর অনুমোদন দিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২১ জানুয়ারি সিলেটে একটি ঐতিহাসিক জনসভায় ঘোষণা দিয়েছিলেন দেশে আরও একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, সেটি হবে সিলেটে। আজকে আমি সেই ঘোষণার বাস্তবায়ন দিতে যাচ্ছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন তারপর অর্থমন্ত্রী আমাকে চিঠি দিয়ে স্মরণ করিয়ে দিয়েছিলেন সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় কবে হচ্ছে। প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন তার অনুমোদন আমরা পেয়েছি। সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত হয়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় যে নীতিমালায় হয়েছে একই নীতিমালায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে।
নাসিম বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান বাড়ানো, স্নাতকোত্তর পাশাপশি গবেষণার বিশেষ গুরুত্ব দেয়া হবে। সিলেট বিভাগের মেডিকেল কলেজগুলো এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এফিলিয়েটেড থাকবে। নার্সিং ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পর রাজশাহী ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে। ওইগুলোতে ভিসি নিয়োগ দিয়ে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। শিগগিরই জাতীয় সংসদে এ আইনটি উপস্থাপন হবে। আইনটি জাতীয় সংসদে পাশ হলে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরবর্তী কার্যক্রম শুরু হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আমরা যারা সিলেটের অধিবাসী তারা খুবই তৃপ্তি পাচ্ছি।
প্রসঙ্গত, দীর্ঘদিন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবি জানিয়ে আসছিলেন সিলেটবাসী। এরই প্রেক্ষিতে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিল সরকার।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2qFAHVn
May 31, 2017 at 06:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন