সবাইকে তাক লাগিয়ে দিলেন পুতিন!

fইউরোপ ::

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার অনেক রূপই আগে দেখেছে বিশ্ব। তবে তিনি পিয়ানোও বাজাতে পারেন- এটা হয়ত অনেকেরই জানা ছিল না। চীনে তা-ও করে দেখালেন রুশ প্রেসিডেন্ট।

রোববার বেইজিংয়ে আবার তাক লাগালেন ভ্লাদিমির পুতিন। আগে তো রুশ প্রেসিডেন্টকে কখনো ঘোড়া চালাতে দেখে, কখনো বিমান চালাতে দেখে, আবার কখনো বৈকাল হৃদ বা কৃষ্ণ সাগরে ডাইভ দিতে দেখে অবাক হয়েছেন অনেকেই। সাবেক কেজিবি প্রধানের সেই ছবি তখন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এবার পিয়ানো বাজিয়ে অবাক করলেন পুতিন।

সেদিন এক সম্মেলনে চীনের নতুন সিল্ক রোড নিয়ে কথা বলার পর রাষ্ট্রীয় ভবন দিয়াউতাই-এ গিয়ে শি জিনপিংয়ের জন্য অপেক্ষা করছিলেন পুতিন। কিন্তু কিছুই না করে কি বসে থাকতে পারেন পুতিন?

পিয়ানো দেখতেই চট করে বসে পড়েন তিনি। তারপর শুরু করেন সুর তোলা। একে একে নাকি অনেকগুলো কর্ড বাজিয়েছেন ৬৪ বছর বয়সী এই রুশ নেতা। সোভিয়েত ইউনিয়ন আমলে মস্কো এবং সেন্ট পিটার্সবার্গকে নিয়ে গাওয়া হতো এমন কিছু গানের সুরও বাজিয়েছেন তিনি। তার পিয়ানো বাজানোর দৃশ্যের এই ভিডিও এখন ভাইরাল।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rlDEMm

May 16, 2017 at 03:50PM
16 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top