ঢাকা::
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ন্যায়বিচারের প্রতীক হিসেবে স্থাপিত ভাস্কর্য সরানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে গ্রেফতারকৃত চারজনকে জামিন দিয়েছে আদালত।
আজ রোববার সকালে ঢাকার মহানগর হাকিম হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দীকি এ আদেশ দেন।
জামিন পাওয়া এই চারজন হলেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্র ইউনিয়নের ঢাকা কলেজ শাখার সভাপতি মোর্শেদ হালিম, ছাত্র ইউনিয়ন কর্মী জয় এবং উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ নূর।
জামিন হওয়ায় রোববারই তারা মুক্তি পেতে পারেন বলে জানিছেন তাদের অন্যতম আইনজীবী জীবনানন্দ জয়ন্ত।
হেফাজতে ইসলামের দাবির মুখে সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে স্থাপিত রোমান যুগের ন্যায়বিচারের প্রতীক লেডি জাস্টিসের আদলে গড়া ভাস্কর্যটি বৃহস্পতিবার মধ্যরাতে সরানো হয়।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2ru0p3T
May 28, 2017 at 01:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন