স্বেচ্ছায় সিংহাসন ছাড়ছেন জাপানের সম্রাট

fইউরোপ ::সিংহাসন ছাড়তে পারেন জাপানের সম্রাট আকিহিতো। জাপান সরকার একটি বিল অনুমোদন দিয়েছে, যেটি পাস হলে ৮৩ বছর বয়সী সম্রাট সরে দাঁড়াবেন। গতবছর বয়স ও ভগ্নস্বাস্থ্যের কারণে দায়িত্ব পালনে অসুবিধা হওয়ায় স্বেচ্ছায় সিংহাসন ছেড়ে দেয়ার ইচ্ছেপোষণ করেন তিনি। খবর বিবিসির।

এর আগে সম্রাট আকিহিতোর হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়েছে। তার প্রোস্টেটের ক্যানসারও রয়েছে। ১৯৮৯ সালে বাবা সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর সিংহাসনে আসীন হন আকিহিতো।

কিন্তু দেশটির বর্তমান আইনে সম্রাটের পদত্যাগের কোনো বিধান না থাকায় সেটি ঝুলে ছিল। শুক্রবার এ-সংক্রান্ত বিলে অনুমোদন দেয় মন্ত্রিসভা। এখন সংসদে আইনটি পাস হলে আকিহিতোর ইচ্ছেপূরণ হবে।

১৮১৭ সালে সম্রাট কোকাকুর পর জাপানের আর কোনো সম্রাটই কখনো জীবদ্দশায় সিংহাসন ত্যাগ করেননি। আকিহিতোই প্রথম জীবদ্দশায় সিংহাসন ছাড়বেন।

জাপানের প্রচলিত আইন অনুযায়ী সম্রাট মৃত্যুর আগে পর্যন্ত সিংহাসনে থাকবেন। আকিহিতোর পর রাজপুত্র ৫৬ বছর বয়সী নারুহিতো এ পদে আসীন হতে পারেন। এরপরই আছেন তার ছোট ভাই আকিশিনো।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rxPemV

May 19, 2017 at 11:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top