রাজকোট, ৪ মেঃ মহাত্মা গান্ধী গুজরাটের যে স্কুলে পড়াশোনা করতেন বন্ধ হয়ে যাচ্ছে সেই আলফ্রেড হাই স্কুল। স্কুলের ১৫০ জন পড়ুয়াকে ইতিমধ্যেই লিভিং সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। গত বছরই স্কুলটিতে মহাত্মা গান্ধির উপর একটি মিউজিয়াম তৈরির সিদ্ধান্ত নেয় গুজরাট রাজ্য প্রশাসন। এর জন্য ১২কোটি টাকা মঞ্জুর করাও হয়েছে। আলফ্রেড হাই স্কুলের পড়ুয়াদের করণসিংজি হাই স্কুলে পড়াশোনার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। এই মাসের শেষেই পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। ১৮৫৩ সালে স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন কার্নেল সিং। প্রথমে স্কুলটির নাম ছিল রাজকোট হাই স্কুল। ওই অঞ্চলে সেটিই ছিল প্রথম উংরাজি মাধ্যম স্কুল। ১৯০৭ সালে স্কুলটির নাম হয় আলফ্রেড হাই স্কুল। ১৮৮৭ সালে মহাত্মা গান্ধী এই স্কুল থেকে পাশ করেন।
from Uttarbanga Sambad http://ift.tt/2pK8iR0
May 04, 2017 at 03:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.