শিলিগুড়ি, ৮ মেঃ পাচারের আগে উদ্ধার হল অষ্টধাতুর ২টি বিগ্রহ। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম ফটু যাদব। কাটিহার জেলার বারাদির বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে কমানডেন্ট ডি কে সিংয়ের নেতৃত্বে এসএসবি-র ৬৩ ব্যাটেলিয়ন এবং শুল্ক বিভাগের যৌথ অভিযানে ওই বিগ্রহ দু’টি উদ্ধার করা হয়। বাগডোগরা-গোসাইপুর ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে ওই বিগ্রহ সহ একজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া বিগ্রহ দু’টির আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। পাচারের উদ্দেশ্য ওই বিগ্রহগুলি নিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছে। ওই বিগ্রহগুলি চিহ্নিত করার জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পাঠানো হয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2pqEBSf
May 08, 2017 at 05:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন