ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের

রায়গঞ্জ, ৩০ মেঃ ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার দুপুর ৩টা  নাগাদ দিল্লি থেকে রাধিকাপুরগামী সীমান্ত এক্সপ্রেসের সামনে ঝাঁপ দেয় ওই যুবক। প্রতক্ষ্যদর্শীদের বক্তব্য, দূর থেকে ট্রেন আসছে দেখতে পেয়ে দৌড়ে ঝাঁপ দেয় ট্রেনের সামনে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ ও রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ থানার চাপদুয়ার এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মৃত্যুঞ্জয় সরকার (২৫) বাড়ি রায়গঞ্জ থানার রামপুর এলাকায়। মৃতের বাবা কান্ত সরকার জানান, দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন মৃত্যুঞ্জয়। মঙ্গলবার সকালে সুভাষগঞ্জ এলাকায় চাপদুয়ার গ্ৰামে তাঁকে নিয়ে আসা হয়। বুধবার যাওয়ার কথা ছিল কলকাতায়। কিন্তু এই দূরারোগ্য ব্যাধির যন্ত্রণা সহ্য করতে না পেরেই হয়তো এই আত্মহননের পথ বেছে নেয় সে। আজ বিকেলে রায়গঞ্জ থানার পুলিশ ও রেল পুলিশের যৌথ উদ্যোগে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rfUf4w

May 30, 2017 at 07:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top