চার ধাম যাওয়ার পথে ধস, আটকে বহু পর্যটক

বদ্রিনাথ (উত্তরাখণ্ড), ১৯ মেঃ উত্তরাখণ্ডের চার ধাম তীর্থ যাত্রার রাস্তায় ধস নেমে আটকে পড়লেন কয়েক হাজার পর্যটক ও তীর্থযাত্রী। শুক্রবার বদ্রিনাথ মন্দিরে যাওয়ার রাস্তায় ধস নামে। জানা গিয়েছে, যোশীমঠ থেকে ৯ কিমি দূরে বিশ্বপ্রয়াগের কাছে একটি বড়ো পাথর ধসের ফলে হৃষিকেশ-বদ্রিনাথ জাতীয় সড়ক আটকে দেয়। জাতীয় সড়কের প্রায় ৬০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে ১৫ হাজার পর্যটকের আটকে পড়ার কথা জানা গেলেও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত টুইট করে জানান, ১৮০০ জন পর্যটক আটকে পড়েছেন। তিনি আরও জানিয়েছেন, ধসের ফলে কোনো হতাহতের খবর নেই। আটকে পড়া পর্যটকদের জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) ধস নামার পরেই যুদ্ধকালীন পরিস্থিতিতে ধস সরানোর কাজে নামে। শনিবারের মধ্যে রাস্তা খুলে যাবে বলে আশা করছেন বিআরও আধিকারিকরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pV6TZf

May 20, 2017 at 11:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top