যুবতীকে অপহরণ ও ধর্ষণের দায়ে গ্রেফতার ১

ঘোকসাডাঙ্গা, ১১ মেঃ এক যুবতীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক মাঝবয়সি ব্যক্তিকে গ্রেফতার করল ঘোকসাডাঙ্গা তানার পুলিশ। মাথাভাঙ্গা-২ ব্লকের নবীনের দোলা এলাকার বাসিন্দা ওই যুবতী গত ২০ এপ্রিল হঠাৎ নিখোঁজ হয়ে যান। প্রাথমিক খোঁজখবর নিয়ে যুবতীর বাড়ির লোকজন জানতে পারে শীতলকুচির বাসিন্দা মহেশ বর্মন (৪০)-এর সঙ্গে যুবতীর প্রণয়ের সম্পর্ক। মহেশই তাকে কেরলে নিয়ে গিয়েছে।  যুবতীর পরিবারের তরফে মহেশের সঙ্গে যুবতীর বিয়ে দেওয়া হবে বলে দুজনকে ফিরে আসতে বলে। বৃহস্পতিবার মহেশ ও ওই যুবতী নিউ কোচবিহার স্টেশনে নামতেই মহেশকে আটকে রাখেন যুবতীর পরিবারের লোকজন। তাকে মারধরও করা হয়। এরপর তাকে ঘোকসাডাঙ্গা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ অভিযুক্ত মহেশের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pBP79b

May 11, 2017 at 03:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top