‘মুসলিম চ্যারিটি’ সংস্থার সংবাদ সম্মেলন,সাইকেল চালিয়ে লন্ডন টু মক্কা

unnamed
শিহাবূজ্জামান কামাল, লন্ডনঃ দীর্ঘ ৫ হাজার ৭শ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে লন্ডন থেকে মক্কায় পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে দুজন উদ্যমী তরুণ এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন। লন্ডন থেকে মক্কা সাইকেল চালিয়ে কিভাবে তাঁদের সফর পরিচালিত হবে এব্যাপারে বিস্তারিত জানাতে মঙ্গলবার ২৩ মে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডস্থ একটি হলে ‘মুসলিম চ্যারিটি’র এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সফরকারী দলের অন্যতম উদ্যোক্তা ও ‘মুসলিম চ্যারিটি’র কর্মকর্তা হারুন রশিদ তাঁর বক্তব্যে সফরের ব্যাপারে বিস্তারিত জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয় সফরকারী দল আগামী ১ জুলাই মক্কার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন। প্রথমে একটি দল লন্ডন থেকে প্যারিস যাবেন। পরে সেখান থেক ইস্তাম্বুল হয়ে মক্কায় পৌছাবেন। সাইকেল আরোহী রাশিদ আলী ও আব্দুল হান্নান জানান মক্কায় পৌছে তাঁরা পবিত্র হজ্ব পালন করবেন। সফরের জন্য তাঁদের নির্ধারিত সময়সীমা ৫৬ দিন। এসময়ের ভেতর তাঁরা ১৪টি দেশ ভ্রমণ করে তাঁদের গন্তব্যে পৌছাবেন।
উদ্যোক্তারা জানালেন এথেকে সংগৃহীত অর্থ বাংলাদেশের ছিন্নমুল ছেলেমেয়ারা যারা উদ্বাস্তু হিসেবে রাস্তায় থাকে তাঁদের সাহায্যার্থে দেয়া হবে।
সাইকেল আরোহী রাশিদ আলী লন্ডনের প্লাস্টোতে থাকেন এবং আব্দুল হান্নান পূর্ব লন্ডনের শ্যাডোয়েলের বাসিন্দা। আগামী ১ জুলাই মক্কার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন। ‘মুসলিম চ্যারিটি’র কর্মকর্তা হারুন রশিদ তাঁর সংস্থার বিগত দিনের উল্লেখ্য যোগ্য বিভিন কর্মতৎপরতা ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরেন এবং উপস্থিত সাংবাদিকদের বিভিন প্রশ্নের উত্তর দেন। ‘মুসলিম চ্যারিটির’ সংস্থার ব্যাপারে কোন তথ্য জানতে কিংবা এব্যাপারে সহযোগিতা করতে চাইলে সংস্থার ওয়েভসাইটে বিস্তারিত জানা যাবে।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rk35ky

May 25, 2017 at 03:37PM
25 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top