রোববার মালাগাকে ২-০ গোলে হারিয়ে পাঁচ বছর পর লা লিগার শিরোপা জিতেছে স্প্য্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। মালাগার বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে রিয়ালকে এগিয়ে দেন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। লা লিগা শিরোপা নিশ্চিত করে তার আনন্দন্টাও ছিল অন্য মাত্রার। কিন্তু সংবাদ সম্মেলনে দেখা মিলল অন্য এক রোনালদোর। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শুরুতে বেশ উৎফুল্ল ছিলেন রোনালদো। কিন্তু এক সাংবাদিকের করা প্রশ্নে মুহূর্তেই বদলে গেলেন রিয়ালের এই পর্তুগিজ ফুটবলার। সেই প্রশ্নের উত্তরে চারবারের ব্যালন ডিঅরজয়ী রোনালদো বলেন, আমি সাধু নই, শয়তানও নই। মানুষজন আমাকে নিয়ে এমনভাবে কথা বলে যেন আমি অপরাধী। অথচ তারা না জেনেই আমার সম্পর্কে বাজে মন্তব্য করে। ঘটনার সূত্রপাত গত বুধবার সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচে। সেই ম্যাচে সেল্টা ভিগোকে ৪-১ গোলের ব্যবধানে হারানোর পর সেল্টার খেলোয়াড়দের উদ্দেশে বিতর্কিত অঙ্গভঙ্গি করেন রোনালদো। যার কারণে সমালোচিত হয়েছেন তিনি। ওই প্রসঙ্গ টেনে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করায়, বেশ ক্ষিপ্ত হয়ে এ সব কথা বলেন ৩১ বছর বয়সী রোনালদো। গণমাধ্যমে তাকে ঠিকভাবে উপস্থাপন করা হয় না বলে মনে করেন রোনালদো। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যারা সংবাদকর্মী আছেন, তারা অনেকেই আমার সম্পর্কে না জেনে অনেক ধরনের মন্তব্য করেন। আমার মা আছে, আমার ছেলে আছে, সর্বোপরি আমার একটা পরিবার আছে। এই জিনিসগুলো তাদেরও বিব্রত করে। সবকিছু ছাপিয়ে রোনালদোর কথায় মিশে থাকল লা লিগা শিরোপা জয়ের আনন্দ, এই মৌসুমের শুরু থেকেই আমরা শিরোপা জয়ের ব্যাপারে খুব সতর্ক ছিলাম। আমরা খুব ভালভাবেই এই মৌসুম শেষ করতে পেরেছি। আগামী ৩ জুন ওয়েলসের কার্ডিফে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জুভেন্টাসের মুখোমুখি হবে জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে বেশ কঠিন হবে বলে মনে করেন রোনালদো। তবে আপাতত লা লিগা শিরোপা জয়ের আনন্দে মেতে থাকতে চান তিনি। সূত্র: গোল ডটকম আর/১০:১৪/২৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rJjKeb
May 23, 2017 at 06:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top