হারের হ্যাটট্রিক কোহলিদের, জিতল পুনে

মুম্বই, ১মেঃ ’৪৯ গেট’-এর আতঙ্ক দিয়ে তাদের দুর্দশার শুরু। মাঝে গুজরাট লায়ন্স ও রাইজিং পুনে সুপারজায়ান্টের বিরুদ্ধেও তাদের অবস্থার উন্নতি হয়নি। এবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারের হ্যাটট্রিকে চলতি আইপিএল আরও কঠিন করে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলিরা যখন হতাশার অন্ধগলি থেকে বেরিয়ে আসতে ব্যর্থ তখন গুজরাট লায়ন্সকে ৫ উইকেটে হারিয়ে প্লে-অফের দিকে একধাপ এগোল পুনে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নেওয়ার পর কখনই সেভাবে গতি পায়নি ব্যাঙ্গালোরের ইনিংস। ব্যর্থ হন অধিনায়ক কোহলি (২০), মনদীপ সিংরা (১৭)। এবি ডিভিলিয়ার্স ৪৭ রানের ইনিংসে দলকে টানার চেষ্টা করলেও তারা ৮ উইকেটে ১৬২ রানে আটকে যায়। মিচেল ম্যাক্লাঘান (৩৪/৩ ), ক্রুনাল পান্ডিয়ারা (৩৪/২) নিয়ন্ত্রিত বোলিং ব্যাঙ্গালোরের কাজটা আরও কঠিন করে দেয়। জবাবে মুম্বইয়ের শুরুটা ভালো না হলেও নীতীশ রানা (২৭) ও জস বাটলারের (৩৩) ৬১ রানের পার্টনারশিপ বাণিজ্য নগরীর দলটির জয়ের ভিত গড়ে দেয়। পরে বাকি কাজটা সারেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা (অপরাজিত ৫৬)। যার ফলে ১ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই।

এদিকে, ঘরের মাঠে দুরন্ত শতরান করে পুনে শিবিরকে জয় এনে দেন তারকা অলরাউন্ডার বেন স্টোকস। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইমরান তাহির (২৭/৩), জয়দেব উনাদকাটের (২৯/৩) বোলিংয়ের সামনে মাত্র ১৬১ রানে গুটিয়ে যায় সিংহরা। জবাবে আজিঙ্কা রাহানেরা দ্রুত আউট হয়ে রক্তচাপ বাড়ালেও ইংরেজ তারকা স্টোকস ৬১ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। তাঁকে যোগ্য সংগত করেন মহেন্দ্র সিং ধোনি (২৬)। এর ফলে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এল জায়ান্টরা।



from Uttarbanga Sambad http://ift.tt/2p3AfjS

May 02, 2017 at 04:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top