হাট সেরে ফেরার পথে দুর্ঘটনা, মৃত ১

রায়গঞ্জ, ২১ মেঃ হাট সেরে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে করনদিঘী থানার আলতাপুর গ্ৰামে রাজ্য সড়কে। মৃত ব্যক্তির নাম সিরাজুদ্দীন আহমেদ (৫০)। তিনি আলতাপুর গ্ৰাম পঞ্চায়েতের ভিখনপুর গ্ৰামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেলে হাট সেরে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। সেই সময় উলটো দিক থেকে আসা একটি ছোটো গাড়ি জোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনার খবর পেয়ে ছুটে যায় করনদিঘী থানার পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন করনদিঘী থানার আইসি গৌতম চক্রবর্তী।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rGgNua

May 21, 2017 at 08:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top