নয়াদিল্লি, ৮ মেঃ আমআদমি পার্টি থেকে বহিষ্কার করা হল কপিল মিশ্রকে। সোমবার সন্ধ্যায় দলীয় বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের শীর্ষনেতার বিরুদ্ধে কপিলের অভিযোগ ছিল, মন্ত্রী সত্যেন্দ্র জৈন কেজরিওয়ালকে ২ কোটি টাকা ঘুস দিয়েছিলেন। তবে এই অভিযোগ উড়িয়ে দেন স্বাস্থ্য ও পূর্তমন্ত্রী সত্যেন্দ্র। তিনি বলেন, ‘মিথ্যের একটা সীমা থাকা উচিত। ওইদিন আমি কেজরির বাড়িতেই ছিলাম না। আমি তাদের প্রমাণও দিতে পারব।’
এদিকে কপিল মিশ্রও এদিন সকালেই লাই ডিটেক্টরের সামনে বসার চ্যালেঞ্জ ছুড়ে দেন। আর বিকেলে কেজরিওয়ালের দিকে আরও একটি চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ‘আমাকে মন্ত্রীত্ব থেকে বরখাস্ত করেছেন, সাহস থাকলে দল থেকে বহিষ্কার করে দেখান।’
কপিলের দাবি, দুর্নীতিগ্রস্ত সমস্ত আপ নেতা-মন্ত্রীদের ফাইল, বিভিন্ন প্রকল্পে তাঁদের নেওয়ার সিদ্ধান্ত, বেআইনিভাবে টেন্ডার পাস করানোর মতো যাবতীয় নথি তাঁর কাছে আছে। তিনি যেসব ফাঁস করে দেবেন। তারপর বাকি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিল্লিবাসীর। এই কারণেই, তাঁকে দল থেকে বের করে দেন কপিল মিশ্রকে।
এদিন কেজরিওয়াল ও সত্যেন্দ্রর বিরুদ্ধে আরও একটি দুর্নীতির অভিযোগ সামনে আনেন কপিল। তিনি জানান, কেজরিওয়ালের এক আত্মীয়ের জন্য ৫০ কোটি টাকায় ৭ একর ফার্মহাউসের চুক্তি করে দিয়েছিলেন পূর্ত ও স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র। শুধু তাই নয়, কপিলের অভিযোগ, কেজরিওয়াল আগাগোড়া দুর্নীতি করে গিয়েছেন এবং প্রশ্রয় দিয়েছেন অন্যদের দুর্নীতিকে। কেজরিওয়াল সহ আপের অন্যান্য মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত চেয়ে তিনি এদিনই দেখা করেন দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখার উচ্চপদাধিকারীদের সঙ্গে। মঙ্গলবার তিনি সিবিআই দপ্তরে গিয়ে নিজের অভিযোগ জানিয়ে আসবেন বলে সূত্রের খবর।
from Uttarbanga Sambad http://ift.tt/2qigKrW
May 08, 2017 at 10:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন