বিএনপি’র তৃণমূলের প্রতিনিধি সভা

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র তৃণমূলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি এ্যাড. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।  এছাড়াও অন্যানের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ও ঝিলিম ইউপি চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, কাউন্সিলর আবদুল বারেক, সিদ্দিকা সিরাজুম মনিরা, গোমস্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাইরুল ইসলাম, নাচোল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, যুবদল নেতা নজরুল ইসলাম, আসাদুল্লাহ, ছাত্র নেতা পলাশ,ফারুক, মিম ফজলে আজিম প্রমুখ।
সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডকে গণবিরোধী উল্লেখ করে এর কঠোর সমালোচনা করেন এবং সরকারের কর্মকান্ডের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহবান জানান। পাশাপাশি সাংগঠনিক বিষয়ে বক্তারা দলকে সুসংগঠিত করতে প্রতিটি স্তরের নেতাকর্মীকে একযোগে কাজ করার আহবান জানান।
এদিকে, সভা চলাকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যানের সঙ্গে জেলা সদরের নেতৃবৃন্দের তর্ককে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। উর্দ্ধোতন নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৫-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2q42lLy

May 19, 2017 at 09:15PM
19 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top