মসজিদে বিদেশি তাবলীগদের অজ্ঞান করে সর্বস্ব লুট

fঢাকা::ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তাবলীগ জামাতের ৮ বিদেশি সদস্যসহ ১১ জনকে মসজিদের ভেতরে অজ্ঞান করে তাদের সর্বস্ব লুটে নিয়ে পালিয়েছে হাসান (৩০) নামে এক প্রতারক।

ওই হাসান কাকরাইল কেন্দ্রীয় মসজিদ থেকে দোভাষী হিসেবে তাদের সঙ্গে আসে গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটান।

পরে মসজিদ থেকে অচেতন অবস্থায়  উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে তিনজন থাইল্যান্ড ও পাঁচজন ইন্দোনেশিয়ান নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি।

দোভাষী হাসানসহ ১৫ সদস্যের এই জামাতে থাকা ইলিয়াছ মিয়া  জানান, ঢাকার কাকরাইল মসজিদ থেকে এক সপ্তাহ আগে বিদেশিদের সঙ্গে তারা তাবলীগের দ্বীনি দাওয়াতে বের হন।

বিদেশিদের সহায়তার জন্য কাকরাইল মসজিদ থেকে দোভাষী হিসেবে আসেন  হাসান।

ইলিয়াছ মিয়া আরও জানান, মঙ্গলবার এশার নামাজ বাদ তালিম শেষে দোভাষী হাসান দুটি ফ্রুটো জুসের বোতল নিয়ে আসেন। এ সময় তিনি ওই জুস নিজ হাতে সবাইকে খেতে দেন।

এরপরই তারা সবাই একে একে অচেতন হয়ে পড়েন। এ সুযোগে প্রতারক হাসান বিদেশিদের কাছে থাকা ডলার, দামী মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ বাংলাদেশি অর্থসহ মূল্যবান সামগ্রী লুটে নিয়ে পালিয়ে যান।

তবে কত পরিমাণ টাকা ও কী পরিমাণ মালামাল লুট হয়েছে, তা জানাতে পারেননি ইলিয়াছ।

সেনারবাদি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মাহবুবুর রহমান  জানান, ফজরে মসজিদে প্রবেশ করতেই দেখি প্রধান দরজা খোলা। অন্য মুসল্লিরা মসজিদে আসছেন অথচ তাবলীগের ভাইরা কেউ জাগছেন না।

খবর পেয়ে আখাউড়া উপজেলা তাবলীগের আমীরসহ অন্যরা এসে তাদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।

আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. আরিফুর রহমান জানান, বিষয়টি তাদের জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qqWgft

May 17, 2017 at 02:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top