কালিম্পং, ১৪ মেঃ কালিম্পংয়ের ১০ নম্বর ওয়ার্ডে গোর্খা জনমুক্তি মোর্চা প্রার্থী প্রচার করছেন এই অভিযোগকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ল জন আন্দোলন পার্টি (জাপ) ও মোর্চা সমর্থকরা। মোর্চা প্রার্থী শুভ প্রধান বুথে ঢুকে প্রচার চালাচ্ছিলেন বলে অভিযোগ জাপ-এর। অন্যদিকে ৭ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোট পড়ার অভিযোগ উঠল। চন্দ্রকুমার বিশ্বকারমার ভোট দিতে এসে দেখেন তাঁর ভোট আগেই পড়ে গিয়েছে। তিনি টেন্ডার ভোট দেন। এডিজি রমেশ বাবু নিজে গিয়ে পরিস্থিতি সামাল দেন। সকাল ১১টা পর্যন্ত কালিম্পংয়ে ভোট পড়েছে ৩২ শতাংশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qF6MRD
May 14, 2017 at 12:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন