ইভিএম দুরভিসন্ধিমূলক : রিজভী

hঢাকা::

বিতর্কিত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ইস্যুকে আবারো সামনে নিয়ে আসাকে দুরভিসন্ধিমূলক বলেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর তনয় বলেছেন আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে সেটিরই প্রতিধ্বনি মনে হয়েছে। নির্বাচন কমিশনের বক্তব্য সরকারের ইচ্ছা পুরনেরই প্রতিফলন। আমরা মনে করি, নির্বাচন কমিশন ইভিএম বিষয়টি আবার সামনে নিয়ে আসা দুরভিসন্ধিমূলক।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

ইভিএম পদ্ধতি ক্রটিপূর্ণ মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, সরকারের জনপ্রিয়তা এখন শূণ্যের কোঠায় নেমে গেছে, সেজন্যই প্রধানমন্ত্রীর উপদেষ্টা ভোট কারচুপির জন্য বিষয়টি সামনে নিয়ে এসেছেন কি-না এটা এখন মানুষের মধ্যে বড় ধরণের প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। ইতোপূর্বে যুক্তরাষ্ট্র, জামার্নি, ভারতসহ অনেক দেশে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন নিয়ে বির্তক হওয়ায় সেখানে এই মেশিনের ব্যবহার বন্ধ করে দেয়া হয়েছে বা আংশিক রাখা হয়েছে। গত কয়েকদিন আগে ভারতে কিভাবে ইভিএম পদ্ধতিতে ভোট কারসাজি হয়েছে সেটি ছবিসহ প্রকাশ করেছে। জার্মান আদালত ২০০৯ সালে এক রায়ে বলেছে, ইভিএম সহজে টেম্পারিং করা সম্ভব, এতে ভোট পুণঃগণনার সুযোগ নেই। তাই জার্মান আদালত ওই মেশিনের ব্যবহার নিষিদ্ধ করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রী ধর্ষণের ঘটনার প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীন গোষ্ঠী ও প্রভাবশালী ব্যক্তিদের উচ্ছৃঙ্খল সন্তানরা এখন বেপরোয়া হয়ে নারীর প্রতি সহিংস হয়ে উঠেছে। আইন প্রয়োগকারী সংস্থার ওপর চাপ প্রয়োগ করে এরা নারকীয় তাণ্ডবলীলা চালিয়ে আইনের কাছে অধরাই থেকে যাচ্ছে।

রিজভী বলেন, বর্তমান ভোটারবিহীন সরকারের পুরো সময় চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার ছিলো ক্ষমতাসীন দলের সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। গত এক সাপ্তাহে লাফিয়ে লাফিয়ে দ্বিগুন হয়ে গেছে। সরকারের বাণিজ্যমন্ত্রী গালভরা বুলি আওড়িয়ে ছিলেন রমজানে কোনো পণ্যের দামই বাড়বে না। উনার বক্তব্যে যে বাচালতা তা প্রমাণ হয়েছে।

সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, মুনির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2ptd9Hx

May 12, 2017 at 11:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top