নয়াদিল্লি, ২৮ মেঃ প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর ফল। সিবিএসই সূত্রে খবর, গতবছরের তুলনায় এবছর পাশের হার কমেছে। গতবছর গোটা দেশে পাশের হার ৮৩ শতাংশ থাকলেও এবছর তা কমে দাঁড়িয়েছে ৮২ শতাংশ।
নয়ডার অ্যামিটি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী রক্ষা গোপাল কলা বিভাগে ৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে দেশে প্রথম স্থান অধিকার করে।
বিজ্ঞান বিভাগ থেকে চন্ডীগড় ডিএভি স্কুলের ছাত্রী ভূমি সাওয়ান্ত ৯৯.৪ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। যুগ্মভাবে তৃতীয় হয়েছেন চন্ডীগড়ের ভবনস বিদ্যামন্দির থেকে বাণিজ্য বিভাগে ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে আদিত্য জৈন এবং মন্নত লুথরা। ফলপ্রকাশের পর কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভেড়কর কৃতীদের ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন।
সিবিএসই ২০১৭ এর দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসেছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৮৯১ জন ছাত্রছাত্রী। পরীক্ষা নেওয়া হয়েছিল ৯ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত।
পড়ুয়াদের কাউন্সেলিংয়ে সাহায্যার্থে সিবিএসই-র তরফে একটি হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। হেল্পলাইন নম্বরটি হল 1800118004। খোলা তাকবে সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। এর মাধ্যমে ৬৫ জন কাউন্সিলর পড়ুয়াদের বাবা মাসের সঙ্গে কথা বলবেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2s33t3X
May 28, 2017 at 03:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন