নয়াদিল্লি, ২৮ মেঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির সংযুক্তিকরণ করে হাতে গোনা কয়েকটি বৃহত্তর ব্যাংক তৈরির পক্ষে ফের সওয়াল করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এক সাক্ষাত্কারে তিনি বলেন, আগের ব্যাংকিং ব্যবস্থা এখন আর নেই। তাহলে ৩০-৩২টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক রেখে লাভ কী? এদের মধ্যে বেশিভাগ ব্যাংকই দুর্বল। এইসব ব্যাংকগুলিকে নিয়ে কেন্দ্রীয় সরকারের কিছু করণীয় নেই বলে জানান অর্থমন্ত্রী।
ভারতীয় স্টেট ব্যাংকের সঙ্গে সহযোগী ব্যাংকগুলিকে আগেই মিশিয়ে দেওয়া হয়েছে। ফলে সারা বিশ্বের প্রথম ৫০টি ব্যাংকের মধ্যে এসবিআই-এর ঠাই হয়েছে। এই ঘটনার উল্লেখ করে জেটলি বলেন, ‘আমরা চাই হাতে গোনা কয়েকটি ব্যাংক থাকুক। কিন্তু সেগুলি আন্তর্জাতিক স্তরের ব্যাংক হোক। আগামী দিনে আমরা এই দিশাতেই হাঁটব।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2s4ilze
May 28, 2017 at 11:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন