মেয়াদি সঞ্চয়ে সুদের হার কমাল এসবিআই

মুম্বই, ২ মেঃ ফের মেয়াদি সঞ্চয়ে সুদের হার কমাল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ২ থেকে ৩ বছরের মেয়াদি সঞ্চয় প্রকল্পে ০.৫ শতাংশ সুদ কমেছে। ২৯ এপ্রিল থেকেই প্রযোজ্য সুদের এই নয়া হার।

এসবিআই-এর তরফে জানানো হয়েছে, ১ কোটি টাকার নীচে মাঝারি ও দীর্ঘ মেয়াদি সঞ্চয় প্রকল্পের ক্ষেত্রে সুদের হার কমেছে। দুই থেকে তিন বছর মেয়াদি সঞ্চয়ে ৬.৭৫ শতাংশ থেকে কমিয়ে ৬.২৫ শতাংশ সুদের হার করা হয়েছে। একই হারে প্রবীণ নাগরিকদের সুদের হার ৭.২৫ শতাংশ থেকে কমিয়ে ৬.৭৫ শতাংশ করা হয়েছে।

শুধুমাত্র ২ থেকে ৩ বছরের মেয়াদি সঞ্চয়ে নয়, নয়া সিদ্ধান্ত অনুযায়ী, কমেছে ৩ থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদি সঞ্চয়ের সুদও। সেখানে ৬.৫০ শতাংশ হারে সুদ মিলবে।

পাশাপাশি, এক বছর থেকে ৪৫৫ দিনের জন্য যাঁরা টার্ম ডিপোজিট করেছেন, তাঁরা ৬.৯০ শতাংশ হারে সুদ পাবেন। তবে ৭দিন থেকে ২ বছরের কম সময়ের জন্য স্বল্প মেয়াদি সঞ্চয়ে সুদের হারের ক্ষেত্রে কোনও পরিবর্তন হচ্ছে না।



from Uttarbanga Sambad http://ift.tt/2pDyRr4

May 02, 2017 at 04:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top