রাম্পের বিদেশ সফর: লক্ষ্য মুসলিম দেশগুলোর সাথে সম্পর্কোন্নয়ন

fআমেরিকা ::মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম বিদেশ সফরে মুসলিম বিশ্বের সাথে সম্পর্কোন্নয়নের চেষ্টা চালাবেন। সৌদি আরব যাওয়ার মধ্যদিয়ে শনিবার ট্রাম্প তার প্রথম বিদেশ সফর শুরু করলেন। দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেতজনাপূর্ণ নানা ঘটনাবলী নিয়ে পক্ষে-বিপক্ষে সমালোচনা চলার মধ্যেই তিনি এ সফরে গেলেন। খবর এএফপি’র।

সৌদি বাদশাহ সালমানের সঙ্গে আলোচনার জন্য ট্রাম্প তেল সমৃদ্ধ এ দেশে পৌঁছালে তিনি উষ্ণ সংবর্ধনা পেতে পারেন বলে আশা করা হচ্ছে। কিন্তু রাশিয়ার সাথে তার নির্বাচনী প্রচারণা দলের সম্পর্ক থাকা না থাকা নিয়ে এফবিআই’র আরো তদন্তের খবরের পর দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে।

এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি তদন্তের ব্যাপারে প্রকাশ্যে সাক্ষী দিতে সম্মত হয়েছেন। গত সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প কোমিকে ‘পাগল’ হিসেবে আখ্যায়িত করেন। এ ব্যাপারে নতুন করে অভিযোগ উঠায় হোয়াইট হাউসের ওপর ক্রমেই চাপ বাড়ছে।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rnN90m

May 20, 2017 at 04:49PM
20 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top