ট্রাক্টর উলটে মৃত এক যুবক

রায়গঞ্জ, ১ মেঃ ট্রাক্টর উলটে মৃত্যু হল এক যুবকের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার কলোনি পাড়া এলাকায়। মৃতের নাম জুল্লুর রহমান (২৩)।

জানা গিয়েছে, এদিন সকালে জমি চাষ করতে যান ওই যুবক। সেইসময় বাড়ির কাছে একটি গর্তের মধ্যে ট্রাক্টরটি উলটে যাওয়ায় তলে চাপা পড়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হেমতাবাদ থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখান থেকে তাঁকে অন্যত্র পাঠানো হয়। এরপর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ওই যুবকের মৃত্য হয়।



from Uttarbanga Sambad http://ift.tt/2pP36w6

May 01, 2017 at 09:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top