এসএসসি’র ফলাফল > অবস্থান ধরে রেখেছে হরিমোহন ও সরকারি গালর্স স্কুল

এসএসসি পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৯৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ও চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তাদের অবস্থান ধরে রেখেছে। এবার হরিমোহন থেকে ২৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১’শ ৪৯ জন জিপিএ-৫ পেয়েছে। এ গ্রেড পেয়েছে ৯৫ জন, এ মাইনাস পেয়ে পাস করেছে ৮ জন, বি গ্রেডে পাস করেছে ৩ জন এবং অকৃতকার্য হয়েছে ৪ জন ছাত্র। পাসের হার ৯৮ দশমিক ৪৬ ভাগ।  গতবারও জিপিএ-৫ পেয়েছিল ১৪৯ জন ছাত্র। প্রসঙ্গত হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীকআর্থীরা সবাই বিজ্ঞান বিভাগের।
অপর দিকে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার ২৩৪ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২৩৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে  ১২১ জন, এ গ্রেড পেয়েছে ১০৪ জন, এ মাইনাস পেয়েছে ৯জন, অকৃতকার্য হয়েছে ২ জন। পাসের হার ৯৯ দশমিক ১৫ ভাগ।
এ দিকে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় থেকে ৯৫ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৯৩ জন। এর মধ্যে জিপি এ-৫ প্রাপ্ত ২৫ জন, চিপি এ প্রাপ্ত ৫৭ জন, এ মাইনাস ৮ জন, বি পেয়েছে ২ জন এবং অকৃতকার্য হয়েছে ৩ জন। পাসের হার ৯৬ দশমিক ৮৪ ভাগ।
এ ছাড়া জিপিএ-৫ প্রাপ্ত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় ২৫, ফুলকুঁড়ি ইসলামিক একাডেমী ২৬, কালিনগর উচ্চ বিদ্যারয়ে ১৪, রাজারামপুর হামিদুল¬াহ উচ্চ বিদ্যালয়ে ৭, নয়াগোলা উচ্চ বিদ্যালয়ে ৭, কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ৭, মহিপুর উচ্চ বিদ্যালয় ৭, কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ৫, হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় ২, মোহর আলী উচ্চ বিদ্যালয়ে ১, সুজন একাডেমী ১, চাটাইডুবি উচ্চ বিদ্যালয় ২। অন্য বিদ্যালয় গুলোর ফলাফল পাওয়া যায় নি।
অপর দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হেফজুল আলম দাখিল মাদ্রাসা থেকে ৪ জন জিপিএ-১ পেয়েছে।
অবস্থান ধরেছে শিবগঞ্জ মডেল
শিবগঞ্জ প্রতিনিধি : শিবগঞ্জ উপজেলায় এবারও নিজেদের অবস্থান ধরে রেখেছে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। এবছর এ বিদ্যালয় থেকে ১০১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন, দাদনচক এইচ এম উচ্চ বিদ্যালয়ে ১২৯ পরিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০২,  জিপিএ -৫ পেয়েছে ১৫ জন। শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পাস করেছে ৭১ জন, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন, হরিনগর উচ্চ বিদ্যালয় থেকে ৭, সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় থেকে ৭, রানীহাটি উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন জিপিএ-৫ পেয়েছে। দাদনচক বালিকা বিদ্যালয়ে ৭, হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয়ে ১২, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ে ১৮, চককীর্তি  উচ্চ বিদ্যালয়ে ১৩।
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৫টি কেন্দ্রে এসএসসিতে এ বছর জিপিএ-৫ পয়েছে ২৬১ জন। প্রতিবছরের ন্যায় এবারও ৪৬ জন জিপিএ-৫ পেয়ে নিজেদের অবস্থান ধরে রেখেঝে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়। ২০ জন জিপিএ-৫ পেয়ে  ২য় স্থানে রয়েছে প্রসাদপুর বালিকা উচ্চ বিদ্যালয়, যৌথভাবে ১৬ জন জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও রাধানগর এএনসি উচ্চ বিদ্যালয়, ১৫ জন জিপিএ-৫ পেয়ে ৪র্থ স্থানে রয়েছে বহিপাড়া উচ্চ বিদ্যালয়, ১৪ জন জিপিএ-৫ পেয়ে ৫ম স্থানে রয়েছে বোয়ালিয়া বিএল উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়, ১৩ জন জিপিএ-৫ পেয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছে গোমস্তাপুর আঃ হামিদ বালিকা উচ্চ বিদ্যালয় ও ১১ জন জিপিএ-৫ পেয়ে ৭ম স্থানে রয়েছে আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়। উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলায় এসএসসিতে ৫টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২৩১৪ জন। এর মধ্যে পাশ করেছে ২১৬৬ জন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিনগর দাঃ সুঃ দাখিল মাদ্রাসা থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছেন।
নাচোল প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এবারের এসএসসি পরীক্ষায় ১৫৪ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। চলতি বছর নাচোলে ১৯টি বিদ্যালয়ের ১০৩৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯৫৯ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। শতভাগ পাস করেছে নাচোল খুরশেদ মোল্লা উচ্চ বালিকা বিদ্যালয়, সোনাইচ-ী উচ্চ বিদ্যালয় ও এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ। জিপিএ-৫ শীর্ষে রয়েছে এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ। ১১২ শিক্ষার্থীর মধ্যে ৬০ জন জিপিএ-৫ পেয়েছে। দ্বিতীয় স্থানে নাচোল খুরশেদ মোল্লা উচ্চ বালিকা বিদ্যালয়। ৯৪ জনের মধ্যে ২৯ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তৃতীয় স্থানে পীরপুর উচ্চ বিদ্যালয়। জিপিএ-৫ পেয়েছে ২৪ শিক্ষার্থী।
এছাড়া সোনাইচ-ী উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয় ৯, মাক্তাপুর উচ্চ বিদ্যালয় ৫, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় ৫, নেজামপুর উচ্চ বিদ্যালয় ৪, গোলাবাড়ী উচ্চ বিদ্যালয় ৩, কানপাড়া কাজলা উচ্চ বিদ্যালয় ২, ভেরেন্ডী উচ্চ বিদ্যালয় ২, নাসিরবাদ উচ্চ বিদ্যালয় ১ ও মাধবপুর উচ্চ বিদ্যালয় থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে, কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ১৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৭ জন কৃতকার্য হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৫-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2pebXDO

May 05, 2017 at 03:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top