শ্রীহরিকোটা, ৫ মেঃ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে বিকেল ৪টা ৫৭ মিনিটে দক্ষিণ এশিয়ার দেশগুলির জন্য প্রধানমন্ত্রীর তরফে বহু প্রতীক্ষিত উপহার জিস্যাট৯ ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’-এর সফল উৎক্ষেপণ হল আজ। ইসরোর এই উপগ্রহ দক্ষিণ এশিয়ার যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণে সহায়তা করবে। আগামী ১২ বছর পর্যন্ত এই মিশনটি চলবে বলে আশাবাদী ভারত। এর পেছনে খরচ হয়েছে প্রায় ২৩৫ কোটি টাকা, যার পুরোটাই বহন করেছে ভারত।
লক্ষ্য ছিল, জিও কমিউনিকেশন এই স্যাটেলাইট সার্ক-ভুক্ত দেশগুলির যোগাযোগ উন্নয়নের জন্য কাজ করবে। কিন্তু আফগানিস্থান ও পাকিস্থান এই মিশনের থেকে সরে যায়। এরপর থেকে এই মিশনে দক্ষিণ এশিয়ার ভুটান, নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা-এই ৫টি দেশ রয়েছে। প্রধানমন্ত্রী টুইটের মাধ্যমে শুভেচ্ছা জানান।
from Uttarbanga Sambad http://ift.tt/2q6TFbv
May 05, 2017 at 07:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.