মেসির মতো অনুরূপ চেহারা হওয়ার কারণে ব্যাপক জনপ্রিয় রিজা। রাস্তায় নামলেই তার সঙ্গে সেলফি তোলার আবদার করেন অনেকেই। তিনি অবশ্য নিজেই সবার ভুল ভেঙে দেন। গায়ে আর্জেন্টিনার জার্সি। মুখে দাড়ি। চোখ দুটি অবিকল আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির মতো। যে কেউ দেখে অবাক হয়ে যান। মনে করেন ইনিই লিওনেল মেসি। আবার অনেকেই ভাবেন হয়তো ইনি মেসির যমজ ভাই। কিন্তু তিনি মেসিও নন, মেসির যমজ ভাইও নন। তিনি ইরানের ফুটবলপ্রেমী রিজা পেরেস্তেস। গত সপ্তাহের ঘটনা। হামেনডানের ওয়েস্টার্ন সিটিতে রিজাকে রাস্তায় দেখেই আশপাশ থেকে একঝাঁক মেসি ভক্ত ছুটে আসেন৷ তাঁর গাড়ি দাঁড় করিয়ে তাঁর সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন৷ আর তাতেই ঘটল বিপত্তি৷ সেলফির চক্করে রাস্তায় যানজট তৈরি হয়৷ পেছনে গাড়ির লম্বা লাইন পড়ে যায়৷ পরিস্থিতি সামলাতে হাজির হয় পুলিশ৷ রেজার গাড়িটি বাজেয়াপ্ত করে শেষমেশ ট্রাফিক নিয়ন্ত্রণে আনা হয়। মেসির সঙ্গে মুখের হুবহু মিল থাকায় এর আগেও নানা কাণ্ড ঘটেছে রিজাকে নিয়ে৷ এক সংবাদমাধ্যম একবার ভুল করে মেসির ছবি পোস্ট করতে গিয়ে রিজার ছবি টুইটারে পোস্ট করে দিয়েছিল৷ বার্সেলোনার জার্সি গায়ে নানা পোজে ছবি রয়েছে রেজার৷ তাঁর ফুটবলপাগল বাবাই একবার জোর করে ওই জার্সি গায়ে ছেলেকে ছবি তুলিয়েছিলেন৷ তারপরই একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা থেকে ইন্টারভিউয়ের ডাক আসে৷ এভাবে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছেন৷ এখন তো হেয়ার স্টাইল থেকে হাঁটার কায়দা, সবকিছুতেই পুরোদস্তুর মেসি ছাপ৷ মডেলিংয়েও সুযোগ এসেছে৷ ইরানিয়ান মেসি নামে পরিচিত রেজা বলছেন, আমাকে সামনে দেখে অনেকেই মেসিকে দেখার স্বাদ পূরণ করেন৷ তাঁদের মুখে হাসি ফোটাতে পেরে ভাল লাগে। সূত্র: সংবাদ প্রতিদিন আর/০৭:১৪/০৯ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qUi0xw
May 09, 2017 at 02:01PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন