নিউ ইয়র্ক, ০২ মে- নিউইয়র্কে বিশ্ব সিলেট সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামী সেপ্টেম্বরে। বৃহত্তর সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও গৌরব ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা এ সম্মেলনের আয়োজন করছে। গত ২৩ এপ্রিল অ্যাস্টোরিয়ার জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মেলন সফল করতে ডা. জিয়া উদ্দীনকে আহ্বায়ক ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জেড এ চৌধুরী জুয়েলকে সদস্যসচিব করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সিলেটিদের আমন্ত্রণ জানানো হবে। আহ্বায়ক কমিটি সিলেটের বিভিন্ন আঞ্চলিক সংগঠন ব্যক্তিত্বদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সিলেট সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সংগঠনের সহসভাপতি মোশাররফ আলম সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জেড এ চৌধুরী জুয়েল। বক্তব্য দেন গজনফর আলী চৌধুরী, সাবেক সাংসদ এম এম শাহীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী, জালালাবাদের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, উদীচী যুক্তরাষ্ট্র শাখার সহসভাপতি সুব্রত বিশ্বাস, ডা. শান্তনু দাশ, টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, টিবিএন ২৪-এর সিইও আহমেদুল বড় ভূঁইয়া (পুলক), লেখক মিনহাজ আহমদ সাম্মু, টাইম টেলিভিশনের কমিউনিটি সমন্বয়ক সৈয়দ ইলিয়াস খসরু, আলাদীন রেস্টুরেন্টের পরিচালক আবদুল জব্বার খান মুরাদ, ব্যবসায়ী মোস্তফা কামাল, মঞ্জুরুল হক চৌধুরী, ঝিলম চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে সৈয়দ লোকমান মিয়া, কয়সর রশীদ, সুতিপ চৌধুরী, লোকমান হোসেন, বোরহান আহমেদ, শাহ আলাউদ্দীন, শফিউদ্দিন তরফদার, আতাউল গনি আসাদ, শেফাজ চৌধুরী প্রমুখ। আর/১০:১৪/০২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pEV1JH
May 03, 2017 at 04:10AM
02 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top