কুবিসাস’র ৪৮ ঘন্টার আল্টিমেটাম

fঢাকা::কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।

আজ সোমবার ১৫ এপ্রিল সাংবাদিক সমিতির সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহ ও সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপাচার্য বরাবর প্রদান করা হয়। আগামী ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ না করলে সাংবাদিক সমিতির পক্ষ থেকে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেয়া হয়।

স্মারক লিপি সূত্রে জানা যায়, গত ১৩ মে ছাত্রলীগের সম্মেলনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী মোস্তফা কামাল সুজন।

এ সময় সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তাদের সাথেও একই বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ ও দ্বীন ইসলাম লিখন অসাদাচারণ করে। অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করলে আগামী ৪৮ ঘন্টা পরে কঠোর আন্দোলন করবে সাংবাদিক সমিতি।

উল্লেখ্য, সাংবাদিক লাঞ্ছনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল সুজনকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক থেকে শনিবার রাতে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সেই সাথে ছাত্রলীগ কর্মী শাহাদাত হোসেন সৌরভ ও দীন ইসলাম লিখনকে ছাত্রলীগ থেকে কেন বহিষ্কার করা হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qiPzwo

May 15, 2017 at 05:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top