ঢাকা, ০৭ মে- শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নতুন এই কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন জনপ্রিয় নায়িকা অপু ইসলাম খান। পাশাপাশি নতুন কমিটি নিয়ে নিজের কিছু উপলব্ধির কথাও জানান অপু। অপু বিশ্বাস শীর্ষ স্থানীয় এক দৈনিক সংবাদ মাধ্যমেকে বলেন, নেতৃত্ব কথাটার মধ্যে অনেক দায়িত্বের ব্যাপার জড়িয়ে। আছে আস্থার ব্যাপারটাও। আমরা যাঁরা শিল্পীরা, তাঁরা যেন নতুন নেতৃত্বের প্রতি আস্থাটা রাখতে পারি। নির্বাচনের আগে তাঁরা যেসব কমিটমেন্ট করেছেন, তা যেন রক্ষা করতে পারেন, সেদিকেও জোর দিতে হবে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়েছে। যাঁরা নির্বাচিত হয়েছেন, সবাই শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে নিজ পদে জয়ী হয়েছেন উল্লেখ করে অপু বলেন, এবারের নির্বাচনে যাঁরাই প্রার্থী ছিলেন, তাঁরা সবাই আমার খুব কাছের, আপন ও ভালো মনের সহশিল্পী। সবচেয়ে বেশি ভালো লাগছে এই জন্য যে এবারের কমিটিতে যাঁরা আছেন, তাঁদের বেশির ভাগই নায়ক ও নায়িকা। তাঁরা সবাই শিল্পীদের আবেগ-অনুভূতির ব্যাপারগুলো বুঝতে পারবেন। সবার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আমরা যাঁরা শিল্পী, তাঁরা যেন সম্মানটাও পাই, সেদিকে নতুন কমিটি খেয়াল রাখবে।শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে এফডিসিতে অপুর সঙ্গে দেখা হয় রোজিনা, মৌসুমী ও অমিত হাসানের সঙ্গে শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে এফডিসিতে অপুর সঙ্গে দেখা হয় রোজিনা, মৌসুমী ও অমিত হাসানের সঙ্গে এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে যাঁরাই লড়েছেন, সবাই খুব পরিশ্রম করেছেন বলেও জানান অপু। সাম্প্রতিক সময়ে বিয়, সন্তানসহ জনসমক্ষে আসার কারণে দেশের মানুষের কাছে বেশ আলোচিত এই নায়িকা। অপু বলেন, আমি যত দূর জেনেছি, এবারের নির্বাচনের জন্য সবাই খুব পরিশ্রম করেছেন। আর যাঁরা শ্রম দিয়ে কিছু অর্জন করেছন, সেটার প্রতি তাঁদের দরদটাও থাকে। নতুন কমিটির মধ্যেও এই ব্যাপারটা বজায় থাকবে বলে বিশ্বাস। আর/১২:১৪/০৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pSe40V
May 07, 2017 at 06:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top