লন্ডন, ০১ মে- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও বিশ্বব্যাপী বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ও কাউন্টি ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন কুমার সাঙ্গাকারা। সাবেক এই শ্রীলঙ্কান ক্রিকেটার এখন খেলছেন ইংলিশ কাউন্টি সারের হয়ে। রোববার সারের হয়ে গ্ল্যামরগ্যানের বিপক্ষে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলে নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য এক উচ্চতায়। রয়েল লন্ডন ওয়ানডে কাপে সারের হয়ে গ্ল্যামরগ্যানের বিপক্ষে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় বড় অবদান রাখেন লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। ৬৯ বলে খেলে ১১টি চারের মারে ৮১ রানের ইনিংসটি সাজিয়েছেন তিনি। এই ইনিংস খেলার পথে স্পর্শ করেছেন লিস্ট এ ক্রিকেটে ১৯ হাজার রানের মাইলফলক। লিস্ট এ ক্রিকেটে ১৯ হাজার রান করা একমাত্র শ্রীলঙ্কান ক্রিকেটার তিনি। মোট ৫২১টি লিস্টএ ম্যাচ খেলে ১৯০২১ রান করেছেন সাবেক এই লঙ্কান অধিনায়ক। ২২২১১ রান নিয়ে এই তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ডের গ্রাহাম গুচ। দ্বিতীয় স্থানে আছেন গ্রায়েম হিক। হিকের সংগ্রহে রয়েছেন ২২০৫৯ রান। ২১৯৯৯ রান করে তালিকার তৃতীয় স্থানে আছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার। লঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারা এই তালিকার চতুর্থ স্থানে। ৩৯ বছর বয়সী সাঙ্গাকারা এ মৌসুমে সারের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট ও ৫০ ওভারের ম্যাচ মিলিয়ে ছয় ইনিংস ব্যাটিং করেছেন। ছয় ইনিংসে ৯৪.২ গড়ে করেছেন ৪৭১ রান। আর/১০:১৪/০১ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2p1QCwY
May 02, 2017 at 05:56AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন