ঢাকা, ২৮ মে- জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত যৌথ প্রযোজনার বস ২ সিনেমার আল্লাহ মেহেরবান শিরোনামের আইটেম গান অপসারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (২৮ মে)সুপ্রিমকোর্টের আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন। তিন দিনের মধ্যে আল্লাহ মেহেরবান গানটি ইউটিউব থেকে রিমুভ করতে হবে এবং চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ করতে হবে না হলে জাজ মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে বলা হয়। তথ্য মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক, আইজিপি ও সেন্সরবোর্ডের চেয়ারম্যান বরাবর নোটিশটি পাঠানো হয়েছে। পরে নোটিশ প্রেরণকারী আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান জানান, আল্লাহর নামে মদ ও স্বল্প পোষাকে নারীদেহ প্রদর্শনীতে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে। এ গানের চিত্রায়ন ও দৃশ্যায়নের মাধ্যমে আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। অতিদ্রুত ইউটিউব থেকে এ ভিডিও সম্বলিত গানটি রিমুভ (অপসারণ)করতে বলা হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী মো. আজিজুল বাশারের পক্ষে তিনি এ আইনী নোটিশ পাঠিয়েছেন বলেও জানান হুজ্জাতুল ইসলাম খান। ভারতের জিৎ এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া অভিনীত জাজ মাল্টিমিডিয়ার এই ভিডিওটি প্রকাশের চব্বিশ ঘন্টা না পেরোতেই সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। সুফিয়ানা ধাঁচের গানটিতে একটু খোলামেলা পোশাকে নিজেকে উপস্থাপনের কারণে ঢাকাই সিনেমার দর্শকদের তীব্র সমালোচনায় মুখে পড়েছেন নুসরাত ফারিয়া। গানটিতে ফারিয়ার সঙ্গে অভিনয় করেছেন টালিগঞ্জের সুপারস্টার জিৎ। শুক্রবার সন্ধ্যায় আল্লাহ মেহেরবান গানটি প্রকাশের পরে শনিবার বিকেল ৪টা পর্যন্ত ২ লাখ ৫৫ হাজার ৬০৫ বার দেখা হয়েছে। গানটিতে লাইকের তুলনায় ডিজলাইক জুটেছে বেশি। গানটিতে লাইক দিয়েছেন ৩ হাজার ১০০ জন এবং ডিজলাইক দিয়েছেন ৭ হাজার ২শত ৩১ জন। শুধু তাই নয় সেখানে গানটিকে ঘিরে নেতিবাচক মন্তব্যর ঝড়ই বইছে বেশি। আল্লাহ মেহেরবান গানের কথা লিখেছেন প্রাঞ্জল। গানটিতে কন্ঠ দিয়েছেন নাকাশ আজিজ ও জোনিতা গান্ধী। আর গানটির কোরিওগ্রাফি করেছেন নির্মাতা বাবা যাদব নিজেই। সিনেমায় জিৎ ও ফারিয়া ছাড়াও অন্যান্যদের মধ্যে আরোও অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি, ইন্দ্রনীল সেনগুপ্ত, কৌশিক সেন প্রমুখ। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত জিতের সুপারহিট সিনেমা বস এর সিকুয়ালে নির্মিত হয়েছে সিনেমা বস-২। সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা বাবা যাদব। বস-২ সিনেমাটি প্রযোজনা করেছেন বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার জিতস ফিল্মওয়ার্কস লিমিটেড। সিনেমাটি আসছে ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর/১৭:১৪/২৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2s9Noca
May 28, 2017 at 11:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top