বার্লিন, ৩১ মে- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বার্লিনে দেখা করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার প্রথম হলিউড ছবি বেওয়াচ প্রচারণায় বর্তমানে বার্লিনে রয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে থাকায় বিদেশের মাটিতেই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সমালোচিত হলেন প্রিয়াঙ্কা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন প্রিয়াঙ্কা, যা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিতও হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি দেখে বিতর্ক বাঁধালেন বেশ কিছু ভক্ত। আর সেটি হয়েছে প্রিয়াঙ্কা পরিহিত পোশাকের কারণে! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া। নরেন্দ্র মোদীর সঙ্গে যখন বার্লিনে দেখা করেন, তখন তার পরনে ছিল পশ্চিমা ঘরানার খাটো পোশাক। সাদা রঙের ওই ফ্লোরাল প্রিন্ট পোশাকটি হাঁটুর খানিকটা উপরেই শেষ হয়ে যায়। আর তা দেখেই সমালোচনা শুরু হয়। তাদের অভিযোগ, প্রিয়াঙ্কা ভালো অভিনেত্রী হতে পারেন, কিন্তু প্রধানমন্ত্রীর সামনে কী ধরনের পোশাক পরে বসতে হবে, তা কি তিনি ভুলে গিয়েছেন? একজন ভারতীয় অভিনেত্রী হয়েও কীভাবে আমেরিকানদের মতো ব্যবহার করছেন প্রিয়াঙ্কা, তা নিয়ে তোলা হয় প্রশ্ন। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রীর সামনে বসছেন প্রিয়াঙ্কা, তখন তার এটুকু জ্ঞান থাকা উচিত যে কীভাবে পা ঢেকে বসতে হয়। বড়দের সামনে কীভাবে আসতে হয়, সেটুকু জ্ঞান প্রিয়াঙ্কার থাকা উচিত। ভারতের সংস্কৃতি এভাবে আপনি ভুলে যেতে পারেন না বলেও অনেকে মন্তব্য করেন। মায়ের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া। তবে সোশ্যাল সাইটে এক শ্রেণীর মানুষের সমালোচনার মুখে পড়ে কিন্তু ঘাবড়ে যাননি প্রিয়াঙ্কা। বেশ গুছিয়ে সুন্দর করে তার পাল্টা উত্তর দিয়েছেন। তার পোশাক নিয়ে সমালোচনা শুরু হওয়ার পরই প্রিয়াঙ্কা একটি ছবি পোস্ট করেন ইন্সটাগ্রামে। সেখানে পশ্চিমা পোশাকে দেখা যায় প্রিয়াঙ্কা ও তার মা মধু চোপড়াকে। সমালোচকদের জবাব দিতে প্রিয়াঙ্কা সেখানে মজা করেই লেখেন,আজকের পায়ের জন্য! সূত্র- ডেকান ক্রনিকলস আর/১০:১৪/৩১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qAVJsQ
June 01, 2017 at 04:19AM
31 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top