উত্তর কাশিতে খাদে বাস পড়ে মৃত্যু ২১ পূণ্যার্থীর

ধারাসু, ২৪ মেঃ উত্তর কাশির ধারাসু এলাকায় খাদে বাস পড়ে মৃত্যু হল ২১ জন পূণ্যর্থীর। চারধাম যাত্রার সময় মঙ্গলবার গভীর রাতে গঙ্গোত্রী থেকে ফেরার পথে ২৫০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি।

পুলিশ সূত্রের খবর, ২৮ জন পূণ্যার্থী নিয়ে যাত্রা করছিল বাসটি। ৭ জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও ২১ জনকে বাঁতানো সম্ভব হয়নি। রাতে দূর্ঘটনাটি ঘটায় অন্ধকারে উদ্ধারকার্য করা সম্ভব হয়নি। উদ্ধারকারী দলের সদস্যদের পাহাড়ের ঢাল বেয়ে খাদে পৌঁছতে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়।

জানা গিয়েছে, পূণ্যার্থীরা সকলেই ইন্দোর থেকে এসেছিলেন। আচমকা বাসটির টায়ার ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন এবং মৃতের পরিবারপিছু ১ লক্ষ টাকা ও আহতদের পরিবারপিছু ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rfU2Bf

May 24, 2017 at 02:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top