ঢাকা, ২৯ মে- গত ২৭ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটি ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিল। সেখানে ব্যানারে জাতির পিতার নামের বানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জায়গায় লেখা হয়েছিলো শেখ মুজিবর রহমান। আর ব্যানারে এ ধরনের ভুলের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যেম ও চলচ্চিত্রাঙ্গনে নিন্দার ঝড় ওঠে। এরপর ২৯ মে এই অনাকাঙ্খিত ভুলের জন্য শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটির সভাপতি মিশা সওদাগর তার ফেসবুকে একটি স্ট্যটাস দেন। তিনি লিখেছেন, আমি ও আমার পরিষদ, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বানানটির প্রিন্টিং মিসটেক, আমাদের ব্যানার এ হওয়াতে , অত্যন্ত লজ্জিত ও ক্ষমাপ্রার্থী । আমি ও আমার পরিষদ এর মূল উদ্দেশ্য ও দায়িত্ব ছিল ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো, যেটা এই প্রথম বারের মত বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতি করেছে। গত ৫ মে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এরপর গত ২৪ মে বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিশা সওদাগর ও জায়েদ খান। প্রসঙ্গত গত ১২ মে শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করে। এফডিসির জহির রায়হান অডিটরিয়ামে বিকেল ৫টায় নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগরকে শপথ পড়ান নির্বাচন কমিশন মনতাজুর রহমান আকবর। পরে মিশা বাকি সদস্যদের শপথবাক্য পাঠ করান।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sdhoUz
May 29, 2017 at 11:12PM
29 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top