উজমাকে ভারতে ফেরার অনুমতি পাক হাইকোর্টের

ইসলামাবাদ, ২৪ মেঃ ভারতীয় নাগরিক উজমাকে স্বদেশে ফেরার অনুমতি দিল ইসলামাবাদ হাইকোর্ট।

সূত্রের খবর, উজমা এবং তাঁর স্বামী তাহির আলির পিটিশন শোনার পর বিচারপতি মহসিন আখতার কায়ানির নেতৃত্বে ইসলামাবাদ হাইকোর্ট বুধবার উজমাকে স্বদেশে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানে উজমার সুরক্ষা নিশ্চিত করতে যতক্ষণ না তিনি ওয়াঘা সীমান্ত পার হচ্ছেন ততক্ষণ তাঁকে পুলিশি নিরাপত্তা দিতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট। পাক হাইকোর্ট দিল্লির মেয়ে উজমাকে ভারতে ফেরার সম্মতি দেওয়ার পরও তাঁর সঙ্গে একান্তে দেখা করতে চান তাহির আলি। বিচারপতি কায়ানি বলেন, ‘একান্তে নয়, তাঁর চেম্বারে তাঁরা দেখা করতে পারেন।’ কিন্তু উজমা তা প্রত্যাখ্যান করে দেন।

উজমা ও তাহিরের প্রথম আালপ মালয়েশিয়ায়। আলাপ থেকে প্রেম। ওয়াঘা হয়ে মে মাসের প্রথমদিনে পাকিস্তানে যান উজমা। বিয়ে করতে নয়, আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করতেই পাকিস্তানে গিয়েছেন বলে দাবি করেন উজমা। গত ৩ মে তাহিরের সঙ্গে বিয়ে হয় তাঁর।

উজমার অভিযোগ, বন্দুক দেখিয়ে তাহির তাঁকে বিয়ে করতে বাধ্য করেছেন। তাঁর উপর শারীরীক নির্যাতনও করা হয়েছে। এমনকি চুরি করা হয়েছে তাঁর যাতায়াতের কাগজপত্র। এই অভিযোগে গত ১২ মে পাক হাইকোর্টে পিটিশন দেন উজমা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rQvHPE

May 24, 2017 at 07:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top