মুম্বাই, ১৯ মে- বিভিন্ন কারণে তাদের বিয়ে ভেঙে গেছে ঠিকই। তবে একে অপরের প্রতি ভালোবাসা থেকেই গেছে। ঠিক সেই কারণেই বোধহয় হৃতিক ফের ফিরছেন তার প্রাক্তন স্ত্রী সুজানের কাছে। বিয়ে ভাঙার পরও একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে হৃতিক-সুজানকে। তারা দুজনেই দুই ছেলেকে যথেষ্ট সময়ও দিচ্ছেন। কখনও তারা একসঙ্গে বেড়াতে যান, আবার কখনও বা সিনেমা দেখতে যান। হাজার হোক হৃতিক-সুজান একেবারে ছোটবেলার বন্ধু। সম্প্রতি হৃতিক-সুজানকে আরও বেশি করে ঘনিষ্ঠ হতে দেখা যাচ্ছে।দুদিন আগে দুই ছেলেকে নিয়ে লাঞ্চ-এ গিয়েছিলেন তারা। এবার মুম্বই মিরর সূত্রে খবর, হৃতিক নাকি তার প্রাক্তন স্ত্রীকে নিয়ে আজাকাল বেশিই চিন্তিত। হৃতিক মুম্বাইয়ের জুহুতে সুজানের জন্য একটি কোটি টাকার অ্যাপার্টমেন্ট কিনেছেন। যেটি হৃতিকের নিজের বাড়ি থেকে মাত্র ১৫ মিনিট দূরত্বে। প্রাক্তন স্ত্রীকে উপহার হিসেবে এটি দিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। প্রসঙ্গত, হৃতিক থাকেন তার বাবা-মা রাকেশ রোশন ও পিঙ্কি রোশনের সঙ্গেই। এবার সুজানও থাকবেন তার কাছেই। প্রসঙ্গত, বিবাহ বিচ্ছেদের পর থেকে সুজান তার দুই ছেলেকে নিয়ে আন্ধেরিতে একটি ভাড়া বাড়িতে থাকেন। যদিও হৃতিক সুজানের বিয়ে যাতে না ভাঙে তার যথেষ্ঠ চেষ্টা করেছিলেন তাদের দুজনের পরিবার। তবে শেষপর্যন্ত আটকানো যায়নি। তবে টানা তিন বছর আলাদা থেকেও হৃতিক-সুজান পুরোপুরি আলাদা হতে হয়তো পারেননি। হয়ত সেই টানেই ফের তারা একে অপরের কাছে ফিরছেন। আর/১৭:১৪/১৯ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qAkDYv
May 19, 2017 at 11:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top